গরমের ছুটি এগিয়ে আনার আর্জি শিক্ষামন্ত্রীর কাছে

Written by SNS April 18, 2024 11:58 am

নিজস্ব প্রতিনিধি— পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ চলছে৷ আবহাওয়ার পূর্বাভাস বলছে দাবদাহ কমার সম্ভাবনা নেই৷ এমনই এক পরিস্থিতিতে রাজ্যের স্কুলগুলি বন্ধ রাখার আবেদন জানানো হল শিক্ষক সংগঠনের তরফে৷ ই-মেল করে গরমের ছুটি এগিয়ে আনার আর্জি জানানো হয়েছে শিক্ষামন্ত্রীর কাছে৷ বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে এই আবেদন জানানো হয়েছে৷ ২২ এপ্রিল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দাবদাহ কমার সম্ভাবনা নেই৷ তাই শিক্ষা দফতর বিবেচনা করে আগামী ২২ তারিখ পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিলে ভাল হয়৷ উল্লেখ্য, এই গরমে স্কুল করতে যেমন অসুবিধা হচ্ছে ছাত্রছাত্রীদের, তেমনই অসুবিধায় পড়ছেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে শিক্ষাকর্মীরা৷

সূত্রের খবর, রাজ্যের সরকারি, সরকারি অনুমোদিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ২২ এপ্রিল থেকে গরমের ছুটি পড়তে পারে৷ অবশ্য এখনও এই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি শিক্ষা দফতর৷

তবে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, দফতরের তরফে দ্রুত এই ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে৷ সূত্রের খবর, বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগোনোর আবেদন জানানো হবে৷ উল্লেখ্য, কয়েকদিন আগেই ১২ দিন বাডি়য়ে ৬ মে থেকে ২ জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল৷
তবে ভোটের জন্য রাজ্যের তিন জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ১৬ থেকে ২০ এপ্রিল স্কুল বন্ধ থাকবে বলে আগেই জানিয়ে দিয়েছিল শিক্ষা দফতর৷ সেক্ষেত্রে বলাই বাহুল্য, এবার গরমের ছুটি আরও এগিয়ে আনা হল৷