কোটা সংস্কারে আন্দোলনের জেরে ছাত্র আন্দোলনের চাপে শেষমেশ দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন ঘটে হাসিনা সরকারের। ক্ষমতা দখল করে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সেই ইতিহাস যে এতো তাড়াতাড়ি নিজের পুনরাবৃত্তি ঘটাবে তা বোধহয় ভাবতেও পারেননি নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার ক্ষমতা দখলের মাত্র কয়েকমাস পর ফের শুরু হলো সেই ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্রদলের হাতে এবার নিজের বাসভবনে ঘেরাও মুহাম্মদ ইউনূস। সোমবার সকাল থেকে এই পরিস্থিতিতে অনেকেই বলছেন, ইতিহাস ফের ঘুরে একই স্থানে দাঁড়িয়ে বাংলাদেশে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ঢাকা উত্তাল হয়ে ওঠে ছাত্র আন্দোলনের জেরে। কোটা সংস্কারের দাবিতে সেই আন্দোলনের জেরে শেষপর্যন্ত ৫ আগস্টে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ইউনূসকে দেশের শাসন ক্ষমতায় বসায়। তারপর সময় কেটেছে ঠিক ছয় মাস। আর এরমধ্যেই বাংলাদেশে ফের একই পরিস্থিতি। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ৭ কলেজ নিয়ে জটিলতা। বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বের হতে চেয়ে ওইসব কলেজের পড়ুয়ারা আন্দোলনে নামে। এদিকে, বৈষম্য বিরোধী পড়ুয়ারা নিজেদের দাবিদাওয়া নিয়ে আলাদা রাজনৈতিক দল গড়তে চান। তাঁদের অন্যতম দাবি, মুজিব আমলের সংবিধান বাতিল করা হোক। তবে তাতে নারাজ ইউনূস সরকার।
সূত্রের খবর, রবিবার রাত থেকে ইউনুসের বাসভবন ঘেরাও করে রেখেছে পড়ুয়াদের একাংশ। আর এই ছবি মনে করিয়ে দিচ্ছে, ছ’মাস আগে ঢাকার বঙ্গভবনের সেই চেহারা। আগস্টে হাসিনা দেশ ছাড়ার ঠিক পরই বিক্ষোভকারীরা তাঁর বাসভবনে ঢুকে অবাধে লুটপাট চালিয়েছিল। এবার অন্তর্বর্তী প্রধানের বাড়ির বাইরে ছাত্রদের ভিড় সেই পথে যায় কিনা এখন দেখার তাই।