• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রায় ৮ বছর পরে জাপানে নতুন প্রধানমন্ত্রী, শিনজো আবের উত্তরসূরি ইয়ােশিহিদে সুগা

সংসদীয় নির্বাচনে জয়ী হয়ে শিনজো আবের উত্তরসূরি হতে চলেছেন জাপানের শাসকদলের নেতা ইয়ােশিহিদে সুগা। প্রায় আট বছর বাদে নতুন প্রধানমন্ত্রী পেল জাপান।

ইয়ােশিহিদে সুগা (Photo: IANS)

সংসদীয় নির্বাচনে জয়ী হয়ে শিনজো আবের উত্তরসূরি হতে চলেছেন জাপানের শাসকদলের নেতা ইয়ােশিহিদে সুগা। প্রায় আট বছর বাদে নতুন প্রধানমন্ত্রী পেল জাপান।

প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষমতা রয়েছে জাপানের সংসদের শক্তিশালী নিম্ন কক্ষের। সেখানে সংখ্যাগরিষ্ঠতা থাকা দলের নেতা ইয়ােশিহিদে সুগাকে প্রধানমন্ত্রী পদে নির্বাচন পেতে বেশি বেগ পেতে হয়নি শাসকদল লিবারাল ডেমােক্রেটিক পার্টিকে। 

Advertisement

প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পর নয়া নেতা হিসাবে প্রধানমন্ত্রীর বাসভবনে যান ইয়ােশিহিদে সুগা। পরে তিনি তাঁর মন্ত্রিসভা ঘােষণা করনে। 

Advertisement

এলডিপি নেতা হিসাবে নির্বাচিত হওয়ার দুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হল ইয়ােশিহিদে সুগাকে। ৭১ বছরের সুগা এর আগে বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের ডান হাত হিসাবে কাজ করেছেন। রেকর্ড সময় ধরে চিফ ক্যাবিনেট সেক্রেটারির পদে ছিলেন ইয়ােশিহিদে সুগা। সেই পদে এবার আসতে চলেছেন, কাতসুনােবু কাতাে। তিনি আগে অর্থ দফতরের আমলা ছিলেন। আবের ছােটভাই নােবুয়ে কিশি প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন বলে খবর। বর্তমানে ওই মন্ত্রকের দায়িত্বে থাকা তারাে কোনাে চলে যাচ্ছেন প্রশাসনিক মন্ত্রকের দায়িত্বে। 

প্রধানমন্ত্রীর পদ থেকে যে শিনজো আবে পদত্যাগ করতে চলেছেন গত ২৮ আগস্ট তা জানায় জাপানের জাতীয় সংবাদমাধ্যম এনএইচকে। রিপাের্টে দাবি করা হয়, শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণেই শীর্ষপদ থেকে সরে যেতে চাইছেন শিনজো আবে। সম্প্রতি দুবার হাসপাতালে যেতে দেখা যায় জাপানের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে। এরপরেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

Advertisement