মঙ্গলবার জাপানের পূর্ব থেকে পশ্চিম জুড়ে পারদ পৌঁছেছে ৪০ ডিগ্রিতে। রেকর্ড এই তাপে গোটা জাপান প্রায় পুড়ে ছাই হতে বসেছে। হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধিতে দেশের জনগণের প্রায় নাভিশ্বাস উঠেছে।
জাপানের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বাড়তে থাকা তাপের কারণে জাপানে আবহাওয়া সংস্থা (জেএমএ) একটি সতর্কতা জারি করে তাপ-সম্পর্কিত অসুস্থতা এড়াতে জনগণকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছে।
Advertisement
পূর্বেই জাপান সরকার জনগণকে একটি সতর্ক থাকার বার্তা জারি হয়েছিল। সেই বার্তায় বলা হয়েছিল।
Advertisement
জনগণ যাতে নিজেদের হাইড্রেটেড রাখে অতিরিক্ত জল খান, অপ্রয়োজনীয় ভ্রমণ বা বাইরে ব্যায়াম করা থেকে বিরত থাকেন এবং হিটস্ট্রোক এবং তাপ ক্লান্তি এড়াতে এয়ার কন্ডিশনার ব্যবহার করেনা।
জাপানের আবহাওয়া জানিয়েছে, কুমাগায়া, নাগোয়ায়, টোকিওতেতাপমাত্রা বাড়তে থাকলেও অন্যদিকে তোহোকু এবং হোক্কাইডো অঞ্চলে ভারী বর্ষণ শুরু হয়েছে।
Advertisement



