• facebook
  • twitter
Monday, 8 December, 2025

‘হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ১৯৭১-এর বদলা নিয়েছি’

‘সন্ত্রাসী’ হাফিজ সঈদের সংগঠনের দাবি

প্রতিনিধিত্বমূলক চিত্র

হাসিনা সরকারের পতনের পেছনে ছিল হাফিজ সঈদের ‘সন্ত্রাসী সংগঠন’ জামাত-উদ-দাওয়া। এই সংগঠনটি হাসিনার শাসনকালে বাংলাদেশে নিষিদ্ধ ছিল। কিন্তু জামাতের কয়েকজন নেতা দাবি করেছেন, গত বছর বাংলাদেশে যে গণ অভ্যুত্থানের মুখে পড়ে ক্ষমতাচ্যুত হন হাসিনা, তার পেছনে হাফিজ সঈদের ওই সংগঠনের বিশেষ ভূমিকা ছিল। এদিকে হাফিজ সংগঠনের সইফুল্লা কাসুরি ও মুজাম্মিল হাশমি দাবি করেছেন, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের বদলা নিয়েছি। উল্লেখ্য, মুজাম্মিল হাশমি রাষ্ট্রসঙ্ঘের তালিকায় ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত। সইফুল্লা কাসুরি জানিয়েছেন, ১৯৭১ সালে যখন পাকিস্তান ভেঙেছিল, তখন তাঁর বয়স ছিল মাত্র ১০ বছর। তাঁর মতে, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঘোষণা করেছিলেন যে, দ্বিজাতি তত্ত্বকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছেন। এরপর সইফুল্লা বলেন, ‘আমরা ১৯৭১ সালের প্রতিশোধ নিয়েছি।’

পাকিস্তানের লাহোর থেকে ৪০০ কিলোমিটার দূরে রহিম ইয়ার খানে তাঁর সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করেন সইফুল্লা। সেই ভাষণে তিনি এ কথাও জানান যে, সে সময় মুরিদকেতে ভারতীয় বিমানের হামলায় মৃত্যু হয়েছিল তাঁর এক দাদার। কিন্তু সেই দাদার শেষকৃত্যেও তাঁকে যোগ দিতে দেওয়া হয়নি।

Advertisement

পহেলগাম কাণ্ডে কুচক্রী হিসেবে নাম উঠে এসেছিল সইফুল্লা কাসুরির। ভারতীয় গোয়েন্দা সূত্রে বলা হয়েছিল, গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গিদের হত্যাকাণ্ডের পেছনে মূলচক্রী এই সইফুল্লা কাসুরি। তবে পহেলগামের হয়তাকাণ্ড প্রসঙ্গে ভারতীয় গোয়েন্দাদের দাবির কথা উল্লেখ করে সইফুল্লা বলেন যে, পহেলগামের ঘটনার সময় তিনি তাঁর নির্বাচনী এলাকায় ছিলেন। ভারত যে তাঁকে ওই হামলার মূল চক্রী হিসেবে ঘোষণা করেছে, সে কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মৃত্যুকে আমরা ভয় পাই না।’
গত বছর জুলাই মাসে বাংলাদেশে হাসিনা বিরোধী যে গণ আন্দোলন শুরু হয়েছিল, প্রাথমিকভাবে তাকে হাসিনার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত বিক্ষোভের প্রকাশ বলে চালানো হয়েছিল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং গণমাধ্যমেও। পরবর্তীকালে জানা গিয়েছে, সেখানকার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত অনেকেই জামায়াতে ইসলামী বা জামাতের সঙ্গে জড়িত। এখন এই জামাতের কয়েকজন নেতার দাবি, ওই তথাকথিত গণঅভ্যুত্থানের পেছনে ছিল হাফিজ সঈদের ‘সন্ত্রাসী সংগঠন’ জামাত-উদ-দাওয়া।

Advertisement

Advertisement