• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মায়ানমার সেনাশাসকদের শায়েস্তা করতে নিষেধাজ্ঞা আমেরিকার 

মায়ানমারের সেনাশাসকদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করল আমেরিকা। এবার সামরিক জুন্টার সঙ্গে সম্পর্ক থাকা ২২ জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করল ওয়াশিংটন। 

প্রতীকী ছবি (File Photo: IANS)

মায়ানমারের সেনাশাসকদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করল আমেরিকা। এবার সামরিক জুন্টার সঙ্গে সম্পর্ক থাকা ২২ জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করল ওয়াশিংটন। 

এক সংবাদ সংস্থা সূত্রে খবর, সেনা অভ্যুত্থান ও গণতন্ত্রকামীদের উপর নৃশংস অত্যাচারের বিরুদ্ধে সামরিক জুন্টার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে বাইডেন প্রশাসন। 

Advertisement

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে সেনাশাসকদের নিয়ােগ করা জাতীয় প্রশাসনিক পরিষদের ৩ সদস্য, ৪ ক্যাবিনেট সদস্য ও বার্মিজ সেনা। আধিকারিকদের ১৫ প্রাপ্তবয়স্ক সন্তান। 

Advertisement

এই বিষয়ে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি স্কন বলেন, বার্মিজ সেনার দ্বারা চালানাে নিপীড়ন ও অভ্যুত্থানের বিরুদ্ধে আমরা এই পদক্ষেপ করেছি। দেশটিতে দ্রুত গণতন্ত্র ফেরানাের দাবিও জানান তিনি।

এদিকে, বন্দি নেত্রী আং সাং সু চি’র মুক্তির দাবিতে মায়ানমারের সেনাশাসকদের উপর চাপ বাড়িয়েছে রাষ্ট্রসংঘ।

Advertisement