ট্রাম্পের ভেটো খারিজ করল আমেরিকা কংগ্রেস

অনুমােদন প্রাপ্ত ‘ন্যাশনাল ডিফেন্স অথােরাইজেশন অ্যাক্ট’ (জাতীয় প্রতিরক্ষা অনুমােদন আইন বা এনডিএএ)-এর বিরুদ্ধে গত ২৩ ডিসেম্বর ভেটো দিয়েছিলেন ট্রাম্প।

Written by SNS Wahington | January 4, 2021 7:28 pm

জো বাইডেন ও ডােনাল্ড ট্রাম্প (Photo: IANS)

আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্পের চার বছরের শাসনে এই প্রথম ভেটো অগ্রাহের ঘটনা ঘটল। পরবর্তী অর্থবর্ষে আমেরিকার আনুমানিক প্রতিরক্ষা বাজেট ৫৪ লক্ষ কোটি টাকারও বেশি। এ সংক্রান্ত জাতীয় নিরাপত্তা নীতি প্রণয়নের লক্ষ্যে কংগ্রেসে অনুমােদন প্রাপ্ত ‘ন্যাশনাল ডিফেন্স অথােরাইজেশন অ্যাক্ট’ (জাতীয় প্রতিরক্ষা অনুমােদন আইন বা এনডিএএ)-এর বিরুদ্ধে গত ২৩ ডিসেম্বর ভেটো দিয়েছিলেন ট্রাম্প।

ভেটো অগ্রাহ্য করার জন্য কংগ্রেসের দুই কক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনের প্রয়ােজন ছিল। এরপর শুক্রবার কংগ্রেসের উচচকক্ষ সেনেটের বিশেষ অধিবেশনে বিতর্কের পরে ভোটাভুটির মাধ্যমে ট্রাম্পের ভেটো বাতিল করা হয়।

প্রসঙ্গত, আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে ট্রাম্পের মেয়াদ শেষ হবে। হােয়াইট হাউসে তাঁর স্থলাভিষিক্ত হবেন জো বাইডেন। বিদায়ের আগে ভেটো প্রয়ােগের বিতর্কিত সিদ্ধান্ত ট্রাম্পের ভামূর্তি আরও খারাপ করল বলে মনে করছে আমেরিকার সংবাদমাধ্যম।

উল্লেখ্য, গত ডিসেম্বরে ডেমােক্র্যাট পার্টি গরিষ্ঠ হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ বিপুল ব্যবধানে ভেটো খারিজের প্রভাব গৃহীত হয়। শুক্রবার রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত সেনেটে এনডিএ-র পক্ষে ৮১ টি ভােট পড়ে। ভেটোর পক্ষে মাত্র ১৩ টি। এমনকি, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সেনেট-নেতা মিচ ম্যাককন্নেল বিতর্কের সময় বলেন, “আমরা এনডিএ পাশ করাতে বদ্ধ পরিকর।”