ভোট বড় বালাই, সেই ভারতীয়দের শরণেই ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম প্রচার ভিডিয়োতে দেখা গেল আহমেদাবাদে মার্কিন প্রেসিডেন্টের ও হিউস্টনে নরেন্দ্র মোদির বক্তৃতার অংশবিশেষ।

Written by SNS Washington | August 24, 2020 12:31 pm

মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প (Photo: AFP)

অভিবাসী ভারতীয় কর্মীদের দেশ থেকে তাড়াতে ভিসা নীতি বদল সহ বিভিন্ন সময়ে নানাবিধ প্যাঁচ কষলেও ভোটের নামে ট্রাম্পকে শরণ নিতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ২০ লাখ প্রভাবশালী ভারতীয়র। সেরকমই মনে করছে ওয়াকিবহাল মহল। তাই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম প্রচার ভিডিয়োতে দেখা গেল আহমেদাবাদে মার্কিন প্রেসিডেন্টের ও হিউস্টনে নরেন্দ্র মোদির বক্তৃতার অংশবিশেষ।

গত ফেব্রুয়ারিতে ভারত সফর করেন ডেনাল্ড ট্রাম্প। সে সময় সেই সফরকে স্মরণীয় করে রাখতে চেষ্টার কসুর করেনি মোদি সরকার। এখন সেটাকেই প্রচারের হাতিয়ার করতে চাইছেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেন তাঁর ছেলে জুনিয়র ট্রাম্প। জুনিয়রের সঙ্গে ভালো সম্পর্ক মার্কিন মুলুকে বসবাসকারী ভারতীয়দের। ট্রাম্প জুনিয়র ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর কয়েক ঘণ্টার মধ্যেই ৬৬০০০ বার দেখেছেন নেটিজেনরা।

‘ফোর মোর ইয়ারস’ নামের ১০৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে হিউস্টনে মার্কিন প্রেসিডেন্টের হাত ধরে হাটছেন মোদি। এছাড়া সেখানে মোদির বক্তৃতার কিছু অংশও রয়েছে।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের মধ্যে মোদি অত্যন্ত জনপ্রিয় নেতা। তাঁর সেই জনপ্রিয়তাকেই ভোট বাক্সে নিজের পক্ষে ভরতে চাইছেন ট্রাম্প।

অন্যদিকে, ডেমোক্র্যাটরা আবার ট্রাম্পের অভিভাসন নীতিকে হাতিয়ার করে ভারতীয়দের মন জিততে চাইছেন। তাদের বক্তব্য, ট্রাম্পের অভিভাসন নীতির জন্য আমেরিকা ক্রমশই ভারতীয়দের কাছে সমস্যাসঙ্কুল হয়ে উঠছে। কাজ হারাচ্ছেন ভারতীয়রা। তাই ট্রাম্প মুখে এক বললেও, আসলে তাঁর অভিসন্ধি অন্য।