চিনা টিকা নেওয়ার পর করােনা আক্রান্ত কয়েক হাজার, প্রশ্নের মুখে ‘হু’ 

বেশ কয়েকটি দেশকে চিন বিনামূল্যে এই ভ্যাকসিন সরবরাহ করেছে। কিন্তু সম্প্রতি সিলেসে এই ভ্যাকসিন নেওয়ার পর বহু মানুষ করােনায় আক্রান্ত হয়েছেন।

Written by SNS New Delhi | June 11, 2021 5:06 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

চিন প্রায় ৮০ টি দেশকে নিজেদের তৈরি ভ্যাকসিন ইতিমধ্যে রফতানি করেছে। সিনােভ্যাক্স ও সিনোফার্ম এই দুটি ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ‘হু’। 

বেশ কয়েকটি দেশকে চিন বিনামূল্যে এই ভ্যাকসিন সরবরাহ করেছে। কিন্তু সম্প্রতি সিলেসে এই ভ্যাকসিন নেওয়ার পর বহু মানুষ করােনায় আক্রান্ত হয়েছেন। 

সৌদি আরব, বাহরিন, ফিলিপিন্সের মতাে দেশগুলি এই নিয়ে প্রশ্ন তুলেছে। এই দেশগুলিতে চিনা টিকা দেওয়া হয়েছিল। 

পূর্ব আফ্রিকার সিচেলসে মে’র গােড়া থেকেই ৩৭ শতাংশ করােনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। এঁরা সবাই চিনের ভ্যাকসিন নিয়েছিলেন। 

চিনের কাছ থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য ফিলিপিন্সের প্রেসিডেন্ট রড্রিগাে দুতের্তে সমালােচনার মুখে পড়ে ক্ষমা চেয়ে নিয়েছেন দেশবাসীর কাছে। 

চিনের সংবাদমাধ্যমই জানিয়েছে, ফিলিপিন্সের মানুষ চিনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে আর চিনা ভ্যাকসিন নিতে চাইছেন। সৌদি আরব ও ভারত সরকার এই ভ্যাকসিন দু’টি প্রয়ােগের অনুমতি দেয়।