আফগানিস্তানের তালিবান কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এক সংবাদ মাধ্যম জানিয়েছে, ২০ জানুয়ারি রাতে বিমানটি মস্কো যাওয়ার পথে, তার নির্ধারিত গতিপথ থেকে বিচ্যুত হয়। এরপরই সেই বিমান বাদাখশান প্রদেশের জেবাক জেলার তোপখানা পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে। আফগান সংবাদমাধ্যম খামা প্রেস জানিয়েছে, কিরান ও মিনজান জেলা এবং বাদাখশানের জেবাক জেলার মধ্যবর্তী এক জায়গায় এই যাত্রীবাহী জেট বিমানটি ভেঙে পড়ে। তবে, বিমানটি কী ধরনের ছিল এবং তাতে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। আফগান কর্তৃপক্ষও এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানাতে পারেনি ।
Advertisement
Advertisement
Advertisement



