• facebook
  • twitter
Sunday, 3 August, 2025

ওহাইওতে বিমান দুর্ঘটনায় মৃত ৬

মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইওতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। তাঁদের মধ্যে চারজন যাত্রী এবং দু'জন। মৃত চার যাত্রী একই পরিবারের সদস্য।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইওতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। তাঁদের মধ্যে চারজন যাত্রী এবং দু’জন। সূত্রের খবর, মৃত চার যাত্রী একই পরিবারের সদস্য। তাঁরা ছুটি কাটাতে যাচ্ছিলেন। ওহাইওর বিমানবন্দর থেকে টেকঅফের কিছুক্ষণের মধ্যেই ঘটে দুর্ঘটনা। হল্যান্ড টাউনশিপের দমকল বাহিনীর এক অধিকর্তা রেমন্ড পেস বলেন, ‘গভীর জঙ্গলে বিমানটিকে পড়ে থাকতে দেখা যায়। তার পর শুরু হয় উদ্ধারকাজ।’

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে ওহাইওর ইয়ংস্টাউন-ওয়ারেন আঞ্চলিক বিমানবন্দর থেকে টেক অফ করেছিল সেসনা ৪৪১ টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ। টেকঅফের পর বিমানটি ঘন জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারীদের দল। কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তদন্ত শুরু করছে।

তদন্তকারীদের অনুমান, সম্ভবত ইঞ্জিনের ত্রুটির কারণেই বিমানটি ভেঙে পড়ে। মন্টানার বোজেমানে ছুটি কাটাতে যাচ্ছিলেন যাচ্ছিলেন একই পরিবারের চারজন সদস্য। তাঁদের সকলেই মৃত্যু হয়েছে। মৃতদের যাত্রীদের নাম ভেরোনিকা ওয়েলার (৬৮), জেমস ওয়েলার (৬৭), জন ওয়েলার (৩৬) মারিয়া ওয়েলার (৩৪)। তাঁরা সকলেই হুবার্ডের বাসিন্দা ছিলেন। মৃত দুই পাইলটের নাম জোসেফ ম্যাক্সিন (৬৩) এবং সহ-পাইলট টিমোথি ব্লেক (৫৫)।