• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জর্জিয়ায় ভাঙল তুরস্ক সেনার বিমান, শোকপ্রকাশ এরদোগানের

আজারবাইজান থেকে ফেরার পথে সামরিক বিমান সি-১৩০ বিমানটি ভেঙে পড়ে। কার্গো বিমানটিতে ক্রু-সহ কমপক্ষে ২০ জন জওয়ান ছিলেন বলে খবর

জর্জিয়ায় ভেঙে পড়ল তুরস্কের সামরিক বিমান। আজারবাইজান থেকে ফেরার পথে সামরিক বিমান সি-১৩০ বিমানটি ভেঙে পড়ে। কার্গো বিমানটিতে ক্রু-সহ কমপক্ষে ২০ জন জওয়ান ছিলেন বলে খবর। সেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তবে হতাহতের খবর এখনও জানা যায়নি।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, আজারবাইজান থেকে তুরস্কে ফিরছিল কার্গো বিমানটি। সেই সময় কোনওভাবে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, মাঝআকাশ থেকে দ্রুত গতিতে বিমানটি নীচে নামছে। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায় গোটা এলাকা। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডে্ট এরদোগান। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রশাসনের সূত্রে খবর বিমানটি ক্রু-সহ অন্তত ২০ জন জওয়ান ছিলেন।

Advertisement

আজারবাইজান ও জর্জিয়ার প্রশাসন দুর্ঘটনার পর যৌথ অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করেছে বলে খবর। জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, আজারবাইজান সীমান্তের কাছে সিগনাঘি পুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন তুরস্কের মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েছি। আমরা গভীরভাবে শোকাহত। ওয়াশিংটন তুরস্কের পাশে রয়েছে।’

Advertisement

সি-১৩০ হারকিউলিস হল আমেরিকান কোম্পানি লকহিড মার্টিনের তৈরি একটি চার ইঞ্জিনের সামরিক পরিবহণ বিমান। এটি ছোট রানওয়ে থেকে সহজেই উড়তে পারে। আবার ছোট রানওয়েতে সহজে নামতেও পারে। সেই ভাবেই বিমানটিকে প্রস্তুত করা হয়েছে। এই বিমানে সাধারণত পণ্য, সৈন্য এবং সরঞ্জাম পরিবহণ করা হয়। এটি আকাশ যুদ্ধ, বিমান হামলা এবং গোয়েন্দা অভিযানের জন্যও ব্যবহৃত হয়।

 

Advertisement