• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইউক্রেনে প্রত্যাঘাতের প্রস্তুতি রাশিয়ার, জানানো হয়েছে ট্রাম্পকেও

রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা ইউক্রেনকে 'ড্রোন' হামলার জবাব দেবে এবং সঠিক সময়েই ইউক্রেনকে প্রত্যাঘাত করবে রাশিয়ার সেনাবাহিনী।

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাশিয়ায় ড্রোন হামলা চালানোর পর এবার ক্ষেপণাস্ত্র লঞ্চার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেন সেনাবাহিনীর দাবি, তাঁরা একটি রুশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দুটি লঞ্চার। ইউক্রেন সেনা সূত্রের খবর, তারা জানতে পেরেছিল, রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চল থেকে ইউক্রেনের রাজধানী কিভ আক্রমণের প্রস্তুতি দিচ্ছে রুশ সেনাবাহিনী। আর তাই, তারা রাশিয়ার উপরে এই হামলা চালিয়েছে। যদিও রাশিয়া এই খবরটি এখনও নিশ্চিত করেনি এবং তার ফলে রাশিয়ার কী কী ক্ষতি হয়েছে তাও এখনও স্পষ্ট নয়।

তবে বৃহস্পতিবার রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা ইউক্রেনকে ‘ড্রোন’ হামলার জবাব দেবে এবং সঠিক সময়েই ইউক্রেনকে প্রত্যাঘাত করবে রাশিয়ার সেনাবাহিনী। রাশিয়ার দাবি, বুধবারই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পকে পুতিন জানিয়েছেন যে, ইউক্রেনের উপর এই প্রত্যাঘাত অবশ্যম্ভাবী হতে চলেছে।

Advertisement

প্রসঙ্গত, গত রবিবার রাশিয়ার বেশ কিছু বিমানবাহিনীর ঘাঁটিতে যুদ্ধ বিমানের উপর হামলা চালিয়ে চল্লিশটিরও বেশি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত করেছে বলে জানিয়েছে ইউক্রেন। তাদের আরও দাবি, তাদের ড্রোন হামলায় রাশিয়ার ১১টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। এরপরই বৃহস্পতিবার আবার রাশিয়ার উপর হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের দাবি, রাশিয়ার দক্ষিণ প্রান্তে বেশ কিছু রেল সেতু ধ্বংস করে দেওয়া হয়েছে এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

Advertisement

উল্লেখ্য, বুধবার ট্রাম্প ও পুতিনের ফোনে কথাবার্তার কয়েকঘন্টা পরই ইউক্রেনের পরুলুকি শহরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তারফলে এই শিশু সহ পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।

Advertisement