বরিস সরকার থেকে জোড়া মন্ত্রীর পদত্যাগ, ইস্তফা ঋষি সুনক ও সাজিদ জাভিদের

পদত্যাগ করলেন দুই মন্ত্রী।মঙ্গলবার প্রথমে পদত্যাগ করেন অর্থমন্ত্রী ঋষি সুনক।
তার কয়েক মিনিটের মধ্যেই পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

Written by SNS New york | July 6, 2022 6:43 pm

 মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বরিস জনসনের সরকার থেকে পদত্যাগ করলেন দুই মন্ত্রী। মঙ্গলবার প্রথমে পদত্যাগ করেন অর্থমন্ত্রী ঋষি সুনক।

তার কয়েক মিনিটের মধ্যেই পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। এই জোড়া পদত্যাগের ফলে সমস্যায় পড়তে পারে বরিসের সরকার।

 

বরিসের বিস্বস্ত বলে পরিচিত ঋষির পদত্যাগে আলোড়ন পড়েছে রাজনৈতিক মহলে। পদত্যাগের কথা জানিয়ে তিনি টুইটও করেছেন।

সেই টুইটের সঙ্গে জুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীকে দেওয়া তাঁর চিঠিও। টুইটে ঋষি লেখেছেন, ‘জনগণ আশা করে সরকার সঠিক ভাবে, দক্ষতার সঙ্গে এবং গুরুত্ব সহকারে পরিচালিত হবে।’ তিনি আরও লিখেছেন, ‘আমি জানি এটাই আমার শেষ মন্ত্রিত্ব।

কিন্তু আমি বিশ্বাস করি যে, এই সরকারের কয়েকটি বিষয়ে মান বজায় রাখা জরুরি। সে কারণেই আমি পদত্যাগ করছি।’