আমেরিকার ফ্লোরিডায় গাড়ির সঙ্গে বিমানের ধাক্কা। যান্ত্রিক গোলযোগের কারণে ব্যস্ত রাস্তায় জরুরি অবতরণ করার সময় দুর্ঘটনাটি ঘটে। বিমানের পাইলট ও যাত্রীরা সুরক্ষিত। তবে আহত হয়েছেন গাড়ির চালক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিচক্রাফট ৫৫ ব্যারন নামে দুই ইঞ্জিন বিশিষ্ট ছোট বিমানে দুর্ঘটনাটি ঘটে। আকাশে ওড়ার সময় বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বিমানের পাইলট। সামনেই ফ্লোরিডার জাতীয় সড়ক ছিল। ফলে সেখানেই বিমা্নটিকে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যস্ত সড়কে অবতরণের ঠিক আগের মুহূর্তে দুর্ঘটনাটি ঘটে যায়।
Advertisement
একটি গাড়ির সামনের ক্যামেরায় গোটা ঘটনাটি রেকর্ড হয়েছে। যা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিমান পরিবহণ সংস্থা জানিয়েছে ঘটনাটি গত সোমবার ঘটেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মাঝরাস্তায় আচমকা বিমানটি নেমে আসছে। সামনে থাকা একটি গাড়ির উপর গিয়ে বিমানটি পড়ে। এরপর ছিটকে যায় রাস্তায়। রাস্তায় হিঁচড়ে যাওয়ার সময় দেখা যায় আগুনের ফুলকি। এই দুর্ঘটনায় বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
Advertisement
ওই বিমানটিতে দুই জন যাত্রী ছিলেন। তাঁরা সুস্থ বলে জানা গিয়েছে। তবে গাড়ির চালক আহত হয়েছেন। গাড়িটি চালাচ্ছিলেন ৫৫ বছর বয়সি এক মহিলা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।
Advertisement



