• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

ফ্লোরিডায় আছড়ে পড়েছে, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘ইয়ান’

তালাহাসি, ২৯ সেপ্টেম্বর — প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ এবার আছড়ে পড়েছে ফ্লোরিডায়। কিউবাকে তছনছ করে ফ্লোরিডায় দাপট দেখাচ্ছে  ঘূর্ণিঝড় ইয়ান ।ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হয়েছে। ঝড়ের গতিবেগ দেখেই বোঝা গিয়েছিল কী সাঙ্ঘাতিক হতে চলেছে ইয়ানের ল্যান্ডফল। সেটাই হয়েছে। বরং ল্যান্ডফলের পরে দেখা গেছে ঘূর্ণিঝড়ের দাপট আরও মারাত্মক। লাগাতার ঝোড়ো হাওয়া ও বৃষ্টির জেরে ভেঙে

তালাহাসি, ২৯ সেপ্টেম্বর — প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ এবার আছড়ে পড়েছে ফ্লোরিডায়। কিউবাকে তছনছ করে ফ্লোরিডায় দাপট দেখাচ্ছে  ঘূর্ণিঝড় ইয়ান ।ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হয়েছে। ঝড়ের গতিবেগ দেখেই বোঝা গিয়েছিল কী সাঙ্ঘাতিক হতে চলেছে ইয়ানের ল্যান্ডফল। সেটাই হয়েছে। বরং ল্যান্ডফলের পরে দেখা গেছে ঘূর্ণিঝড়ের দাপট আরও মারাত্মক। লাগাতার ঝোড়ো হাওয়া ও বৃষ্টির জেরে ভেঙে পড়ছে বাড়িঘর, রাস্তায় পাক খেয়ে উড়ছে গাড়ি। উপড়ে পড়ছে গাছপালা।

আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টারের বিশেষজ্ঞরাইয়ানকে  ক্যাটেগরি ফোর পর্যায়ের হারিকেন বলেছে । ফ্লোরিডার স্থলভাগে ঢুকে গেছে ঘূর্ণিঝড়। ঝড়বৃষ্টিতে উপকূলবর্তী ন্যাপেল শহর ডুবে গেছে। ঝড়ের দাপটে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি উল্টে যাচ্ছে। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ২৪১ কিলোমিটার (১৫০ মাইল) ছিল বলে জানা গেছে।

Advertisement

Advertisement