তেহরান- ঘন কুয়াশায় ঢাকা পার্বত্য এলাকায় ভেঙে পড়ল ইরানের একটি বাণিজ্যিক বিমান। অ্যাসেম্যান এয়ারলাইন্সের এটিআর০৭২ দুটি ইঞ্জিনের বিমানকে স্বল্প দূরত্বে পাঠানো হয়ে থাকে।
ঘটনায় এক শিশু সহ ৬০ যাত্রীর মৃত্যু হয়েছে। এয়ারলাইন্সের মুখপাত্র জানিয়েছেন, ছয়জন ক্রিউ সহ বিমানের সকলেই মারা গেছেন। মাউন্ট ডেনার উপর বিমানটি ভেঙে পড়েছে। কুয়াশায় ঢেকে থাকার জন্য হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে পৌঁছতে পারেনি।
Advertisement
সেমি প্রাইভেট এয়ারক্যাফটটির তেহরানের সদর দফতর থেকে জানানো হয়েছে, প্রত্যন্ত এলাকাগুলোর পাশাপাশি আন্তর্জাতিক রুটেও এদের বিমান চলাচল করে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছেন, তারা উদ্ধারকর্মীদের দুর্ঘটনাস্থলে পাঠিয়েছেন। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement



