সেনার চপারের সঙ্গে সংঘর্ষ যাত্রীবাহী বিমানের সংঘর্ষ। মাঝ নদীতে ভেঙে পড়ল বিমান। বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট ৬৪ জন ছিলেন। তাঁদের উদ্ধারের জন্য পৌঁছেছে উদ্ধারকারী দল। ওয়াশিংটন বিমানবন্দরের কাছে ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। টেক্সাসের সেনেটর টেড ক্রুজ জানিয়েছেন, প্রাণহানি ঘটার খবর পেয়েছেন তিনি। তবে কতজন মারা গিয়েছেন, কেউ বেঁচে আছেন কি না, খোলসা করেননি টেড।
মার্কিন ফেডারেল বিমান পরিচালনা কর্তৃপক্ষের বক্তব্য, মার্কিন পূর্ব উপকূলের স্থানীয় সময় অনুযায়ী, রাত ৯টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছিল। দুর্ঘটনার কবলে পড়া বিমানটি কানসাস থেকে উড়েছিল। এই দুর্ঘটনার জেরে ওয়াশিংটন ডিসি বিমানবন্দর থেকে সব উড়ান ওঠানামা আপাতত বন্ধ করে দেওয় হয়েছে। সংঘর্ষের জেরে বিমান এবং হেলিকপ্টার দুটির ধ্বংশাবশেষ বিমানবন্দর লাগোয়া পোটোম্যাক নদীতে গিয়ে পড়েছে বলে খবর।
Advertisement
দুর্ঘটনাগ্রস্ত বিমানটি আমেরিকান এয়ারলাইন্সের ছিল। দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছে বিমান সংস্থা। দুর্ঘটনার সময় বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট ৬৪ জন ছিলেন। সেনার হেলিকপ্টারে সওয়ার ছিলেন চারজন সৈনিক। তাই বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলটি হোয়াইট হাউজের থেকে খুব বেশি দূরেও নয়। দমকলবাহিনী এবং উদ্ধারকারী দল নৌকা নিয়ে নদীতে উদ্ধার কাজ শুরু করেছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনের দেহ উদ্ধার হয়েছে।
Advertisement
Advertisement



