পাকিস্তানের ভোট গণনা বলছে বাজিমাত ইমরানেরই, ধরাশায়ী লস্কর জঙ্গীর ছেলে হাফিজ সইদ

Written by SNS February 9, 2024 4:30 pm

ইসলমাবাদ, ৯ ফেব্রুয়ারি– ভারতে নরেন্দ্র মোদি-সহ বিজেপি নেতারা বারংবার পরিবারতন্ত্রের রাজনীতির বিরোধিতা করেছেন৷ অতি সম্প্রতি সংসদের বাজেট অধিবেশনেও, পরিবারতন্ত্র যে গণতন্ত্রের জন্য কত বড় বিপদ, তা ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কংগ্রেস-সহ যাদের বিরুদ্ধে পরিবারতন্ত্রের রাজনীতির অভিযোগ করে বিজেপি, গত কয়েকটি নির্বাচনে সেই সমস্ত দলেরই শক্তি ব্যাপকভাবে কমেছে৷ তবে এবার পরিবারতন্ত্র নিয়ে ভারতকে শীর্ষে রাখলে চলবে না৷ কারণ ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও বোধহয় একই হাওয়া বইতে শুরু করেছে৷ পাকিস্তানের নির্বাচন তো তারই ইঙ্গিত দিল৷

পাকিস্তানের নির্বাচনে হেরে গেলেন তালহা সইদ৷ জানা গিয়েছে, নির্দল প্রার্থীর কাছে হেরে গিয়েছেন মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের পুত্র৷ সারা দেশেই সেভাবে দাগ কাটতে পারেনি হাফিজের দল পাকিস্তান মারকাজি মুসলিম লিগ৷ অন্যদিকে, নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনেছে ইমরান খানের দল পিটিআই৷
বৃহস্পতিবার পাকিস্তানের স্থানীয় সময় বিকেল পাঁচটায় শেষ হয়েছে ভোটগ্রহণ৷ তার পর থেকে ভোট গণনা শুরু হয়ে শুক্রবার ভোরবেলার মধ্যে ফল ঘোষণা হওয়ার কথা ছিল৷ কিন্ত্ত কার দখলে যাবে ২৬৫ আসনের পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি, শুক্রবার বেলা গড়িয়ে গেলেও সেটা জানা যায়নি৷ পাক স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, দেশজুড়ে মোবাইল পরিষেবা বন্ধ থাকার কারণেই ভোট গণনায় দেরি হচ্ছে৷
এই মন্তব্যকে হাতিয়ার করে প্রতিবাদ শুরু করেছে ইমরানের দল পিটিআই৷ তাদের দাবি, নির্বাচনের ফল পালটে দেওয়ার চেষ্টা চলছে৷ সেই জন্যই ফলপ্রকাশে এত দেরি৷ সেই সঙ্গে শাসক দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)কে ইমরানের দলের বার্তা, “নির্বাচনে হার স্বীকার করে নিন৷ কারণ ইতিমধ্যেই ১৫০টি আসনে জয়ী হয়েছেন পিটিআই সমর্থিত নির্দলরা৷ তারাই সরকার গড়বেন৷” তবে গণনার শুরুতে এগিয়ে থাকা প্রার্থীরা বেলা বাড়তেই পিছিয়ে পড়েছেন৷ পরিবারতন্ত্রের রাজনীতির সঙ্গে ওতোপ্রোতভাবে জডি়ত দুর্নীতির প্রশ্ন৷ পাকিস্তানকে দুর্নীতিমুক্ত করারই স্লোগান দিয়েছেন ইমরান৷ তাই কি পরিবারতন্ত্রের রাজনীতি করা দুই দলকে বহুমত দিল না পাকিস্তান?

অল্প কয়েকটি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে৷ দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ইমরান খানের পিটিআই এবং নওয়াজ শরিফের পিএমএল(এন) ও বিলাবল ভুট্টোর পিপিপি দলের মধ্যে৷ তবে, ভোট গণনার প্রবণতা বলছে শেষ পর্যন্ত বাজিমাত করতে পারেন ইমরানই৷ অথচ, ইমরান খান এবারের ভোটে পুরো উডে় যাবেন বলে মনে করা হয়েছিল৷ দীর্ঘদিন পর ভোটকে কেন্দ্র করে দেশে ফিরেছিলেন নওয়াজ শরিফ৷ তাঁর প্রতি ভরপুর সমর্থন রয়েছে পাকিস্তানি সেনার৷ একের পর এক মামলা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে৷ তাঁর জায়গা হয়েছে কারাগারে৷ তাঁর দলের নির্বাচনে সলড়ার অধিকার পর্যন্ত কেডে় নেওয়া হয়েছে৷ কিন্ত্ত, তারপরও ইমরানকে ধুয়ে মুছে সাফ করা যায়নি৷