• facebook
  • twitter
Friday, 11 October, 2024

প্যাডম্যান নিষিদ্ধঃ ক্ষুব্ধ পাকিস্তানের চলচ্চিত্র মহল

ইসলামাবাদ- ভারতীয় ছবি প্যাডম্যান নিষিদ্ধ করেছে পাকিস্তান। আর তাতেই বেজায় ক্ষিপ্ত হয়েছে পাক চলচ্চিত্র জগতের কলাকুশলীরা। মহিলাদের স্বাস্থ্য সচেতনতাকে উপজীব্য করে পরিচালক আর বালকি তৈরি করেছেন এই ছবিটি। সেখানে দেখানো হয়েছে, মহিলাদের স্বাস্থ্য সচেতনতার ভাবনায় স্যানিটারি ন্যাপকিন তৈরি করা চালু করেন প্রত্যন্ত গ্রামের এক সাধারণ মানুষ। আর এই কাজে তাঁকে কিভাবে সামাজিক বঞ্চনা, তথা সমস্যার

প্যাডম্যান নিষিদ্ধঃ ক্ষুব্ধ পাকিস্তানের চলচ্চিত্র মহল

ইসলামাবাদ- ভারতীয় ছবি প্যাডম্যান নিষিদ্ধ করেছে পাকিস্তান। আর তাতেই বেজায় ক্ষিপ্ত হয়েছে পাক চলচ্চিত্র জগতের কলাকুশলীরা।

মহিলাদের স্বাস্থ্য সচেতনতাকে উপজীব্য করে পরিচালক আর বালকি তৈরি করেছেন এই ছবিটি। সেখানে দেখানো হয়েছে, মহিলাদের স্বাস্থ্য সচেতনতার ভাবনায় স্যানিটারি ন্যাপকিন তৈরি করা চালু করেন প্রত্যন্ত গ্রামের এক সাধারণ মানুষ। আর এই কাজে তাঁকে কিভাবে সামাজিক বঞ্চনা, তথা সমস্যার মধ্যে পড়তে হয়, তাই নিয়েই এগিয়েছে ছবির গল্প।

অক্ষয় কুমার অভিনীত এই ছবিটিকেই নিষিদ্ধ করেছে পাকিস্তান। পাকিস্তানের ফিল্ম সেন্সর বোর্ডের তরফে জানানো হয়েছে, প্যাডম্যান ছবিটি তাদের সভ্যতা ও সংস্কৃতি বিরোধী। ফিল্মের মূল ঘটনা নিয়েও তাদের আপত্তি রয়েছে বলে পাকিস্তান সেন্সর বোর্ড জানিয়েছে।

এদিকে এই ঘটনার জেরে প্রতিবাদে ফেটে পড়েন পাকিস্তানের অভিনেতা-অভিনেত্রীরা। জিন্দেগি গুলজার হ্যায়-খ্যাত অভিনেত্রী সনম সঈদ এ ব্যাপারে প্রকাশ্যেই মুখ খুলেছেন।