• facebook
  • twitter
Sunday, 22 June, 2025

চাপে পড়ে জল ও কাশ্মীর নিয়ে আলোচনার দাবি পাক প্রতিনিধিদলের

ওই প্রতিনিধিদলের অন্য এক সদস্য খুররম দস্তগীর দাবি করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতার ফলেই ভারত-পাক সংঘর্ষবিরতি হয়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি পর ৩৩টি দেশে সংসদীয় প্রতিনিধিদল পাঠিয়েছে ভারত। উদ্দেশ্য, ভারতে সন্ত্রাসবাদী হামলার পেছনে সরাসরি পাকিস্তানের জড়িয়ে থাকার কথা বিশ্বের কাছে তুলে ধরা। এর পাল্টা হিসেবে বিলাবল ভুট্টো জরিদারির নেতৃত্বে একটি পাক প্রতিনিধিদল বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তানের অবস্থান তুলে ধরতে চাইছে। ইতিমধ্যেই তাঁরা আমেরিকা সফর শেষ করে ব্রিটেনে এসে পৌঁছেছেন।

ভারত-পাক সংঘর্ষবিরতির ক্ষেত্রে ভারত যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবিকে গুরুত্বই দিচ্ছে না, সেখানে প্রত্যাশিতভাবেই ভারতের বিপরীত অবস্থান নিয়ে বিলাবল ভুট্টোর দলবল ট্রাম্পের মধ্যস্থতার দাবিকে স্বীকৃতি দিচ্ছে। লন্ডনে পৌঁছে তাঁরা ভারতের সঙ্গে আলোচনায় বসতে এখন আন্তর্জাতিক স্তরে মধ্যস্থতা চাইছে। শুধু কাশ্মীর সমস্যাই নয়, এর পাশাপাশি সিন্ধু-জল চুক্তি নিয়েও বিভিন্ন দেশের মধ্যস্থতায় ভারতের সঙ্গে আলোচনার দাবি তুলেছে পাকিস্তানের প্রতিনিধিদল।

পাক প্রতিনিধিদলের এক সদস্য প্রাক্তন রাষ্ট্রদূত শেরি রহমান দাবি করেছেন যে, আমেরিকার প্রশাসনকে তাঁরা এ-ও বোঝাতে সক্ষম হয়েছেন যে, নদীর জলপ্রবাহ কখনও যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহৃত হওয়া উচিত নয়। ভারতের কাশ্মীরকে গাজার পর বিশ্বের বৃহত্তম মুক্ত কারাগার আখ্যা দিয়ে ভারতের প্রতি কটাক্ষ করতে চেয়েছেন তিনি। এর পাশাপাশি তাঁরা নিজেদের পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চেয়েছেন। দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে সংঘাতের ফল কখনোই ভালো হয় না, তাঁরা এই কথা বলে নিজেদের গুরুত্ব বাড়াতে চেয়েছেন।

ওই প্রতিনিধিদলের অন্য এক সদস্য খুররম দস্তগীর দাবি করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতার ফলেই ভারত-পাক সংঘর্ষবিরতি হয়েছে। এবার কাশ্মীর সমস্যা ও সিন্ধুর জল চুক্তি নিয়েও বিভিন্ন দেশের মধ্যস্থতায় ভারতের সঙ্গে আলোচনার দাবি জানাল এই প্রতিনিধিদল।

উল্লেখ্য, ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর অঙ্গ হিসেবে সিন্ধু জলচুক্তি স্থগিত রেখেছে ভারত। এছাড়াও চন্দ্রভাগা সহ বেশ কয়েকটি নদীর জলপ্রবাহ বন্ধ করে দেওয়ায় পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় জলসঙ্কট দেখা দিয়েছে।