ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীত্ব ছাড়লেন নাওয়াজ, সরে দাড়ালেন বিলাওয়ালও

Written by SNS February 14, 2024 5:57 pm

পাক মসনদে ফের শাহবাজ শরিফই!
ইসলমাবাদ, ১৪ ফেব্রুয়ারি– ইমরানকে রুখতে ইতিমধ্যেই একে অপরের হাত ধরেছেন নাওয়াজ-জরদারি৷ যদিও পরে প্রধানমন্ত্রীর পদ নিয়ে দু’দলের মধ্যে ভাঙণ দেখা যায়৷ তবে সেই প্রধানমন্ত্রীর পদ এবার প্রায় পাকা হয়ে গেল নওয়াজ শরিফের জন্য৷ কারণ গতকালই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি৷ এইসঙ্গে জানিয়ে ছিলেন, তাঁর দল নওয়াজ শরিফের পিএমএল-এনকে সমর্থন দেবে৷ ৩৫ বছরের বিলাবল জানিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রী হতে চান না৷ বরং, প্রেসিডেন্ট পদের জন্য তাঁর বাবা আসিফ আলি জ়ারদারি উপযুক্ত৷ পাশাপাশি এ-ও জানিয়েছিলেন যে, তাঁর দল পিএমএল-এনকে সমর্থন করলেও সরকারের অংশ হবে না৷
এর পর ধরে নেওয়া হচ্ছিল, ফের পাক মসনদে বসতে চলেছেন নওয়াজ শরিফ৷ রেকর্ড চতুর্থ বার নওয়াজ শরিফের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া স্রেফ সময়ের অপেক্ষা৷ কিন্তু এরই মাঝেই নতুন টুইস্ট৷ মঙ্গলবারই পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সভাপতি শাহবাজ শরিফকে দেশের ভাবী প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করল দল৷ নওয়াজ নিজে কুরসিতে না বসে ভাই শাহবাজকে প্রধানমন্ত্রী পার্থী হিসেবে ঘোষণা করলেন৷ প্রসঙ্গত, পিএমএল-এনের সঙ্গে রয়েছে পাকিস্তানের সেনার সমর্থন৷ কিন্ত্ত সেনার সর্বাত্মক সমর্থন নিয়েও জনসমর্থনে সেই জোয়ার তুলতে ব্যর্থ হয়েছেন শরিফ ভাইয়েরা৷ এই পরিস্থিতির মধ্যেও নওয়াজই যে প্রধানমন্ত্রী হচ্ছেন তা নিয়ে সন্দেহ ছিল না ভাই শাহবাজেরও৷
মঙ্গলবার বেশি রাতে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের তরফে এক্স হ্যান্ডেলে এক বিবৃতি দেন দলের মুখপাত্র মারিয়ম ঔরঙ্গজেব৷ তিনি জানান, ৭৪ বছর বয়সের নওয়াজ ভাই শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন৷ অন্যদিকে নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজকে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী প্রার্থী করা হয়েছে৷ মরিয়ম ঔরঙ্গজেব এক্স হ্যান্ডেলে লেখেন, “নওয়াজ শরিফ ধন্যবাদ জানিয়েছেন সেই সব রাজনৈতিক দলগুলিকে যারা পিএমএল-এনকে সমর্থন করেছে৷ তিনি মনে করেন, প্রার্থী নির্বাচনের এই সিদ্ধান্তের ফলে বর্তমান আর্থিক সংকট থেকে মুক্ত হবে পাকিস্তান৷”
উল্লেখ্য, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি প্রধানামন্ত্রী হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিতেই শাহবাজকে প্রার্থী করলেন নওয়াজ৷ যদিও পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজের তুলনায় ভাই শাহবাজ বয়সে খুব ছোট নয়৷ উভয়ের বয়সের ব্যবধান দুই বছর মাত্র৷ পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, শাহবাজ প্রধানমন্ত্রী হলেও আড়াল থেকে ছডি় ঘোরাবেন নওয়াজই৷ বাকিটা ভবিষ্যত বলবে৷
প্রসঙ্গত, ২৬৫ আসনের পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১৩৩টি আসন৷ কিন্ত্ত সেই সংখ্যা ছুঁতে পারেনি কোনও দলই৷ এই পরিস্থিতিতে নির্দলদের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তানে সরকার গড়তে চান নওয়াজ শরিফ ও আসিফ আলি জারদারি৷ কিন্ত্ত জট বাঁধছিল প্রধানমন্ত্রিত্বের দাবিদারদের নিয়ে৷ সেই জট কেটে যাওয়ায় নওয়াজের ইচ্ছেতেই শাহবাজ শরিফ পাকিস্তানের মসনদে বসতে চলেছেন৷ এমনটাই মনে করা হচ্ছে৷