• facebook
  • twitter
Friday, 22 August, 2025

নেপালে প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর গ্রেপ্তারির জেরে অশান্তি!

রাজধানী কাঠমান্ডুতে জমায়েতে নিষেধাজ্ঞা

নেপালে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ।

প্রাক্তন উপপ্রধানমন্ত্রী কমল থাপার গ্রেপ্তারির জেরে অশান্ত নেপাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুতে জারি একাধিক নিষেধাজ্ঞা। করা যাবে না জমায়েত। কাঠমান্ডু রিং রোড-সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সমস্ত রকম জমায়েতে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল সরকার। কার্যত রাজতন্ত্রপন্থীদের বিক্ষোভ ঘিরে শুরু হয়েছে এই অশান্তি। এই ঘটনায় কয়েকজন আরপিপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কাঠমান্ডু পুলিশের মুখপাত্র আপিল বোহরা জানিয়েছেন, নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুওয়াতারের দিকে যাওয়ার চেষ্টা করায় কয়েকজন আরপিপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্য নারায়ণচর এলাকায় টানা পঞ্চম দিন ধরে রাজতন্ত্রপন্থীদের বিক্ষোভ চলছে।

প্রসঙ্গত প্রায় দুই মাস পর নতুন করে অশান্তির সৃষ্টি হল নেপালে। রবিবার বিকেলে রাজধানী কাঠমান্ডুতে রাজতন্ত্র-সমর্থক রাজনৈতিক দল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি (আরপিপি)-র প্রধান তথা সে দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী কমল থাপা গ্রেপ্তার হতেই এই অশান্তি শুরু হয়েছে। সেজন্য দেশ জুড়ে ফের দফায় দফায় বিক্ষোভ ও অবরোধ শুরু হয়েছে।

নেপালে রাজতন্ত্র ও হিন্দুত্ব ফিরিয়ে আনার দাবিতে গড়ে ওঠা সাম্প্রতিক আন্দোলনে মূলধারার রাজনৈতিক দলগুলির মধ্যে একমাত্র আরপিপি যোগ দিয়েছে। তবে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনও সেই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে। প্রাক্তন মাওবাদী কমান্ডার দুর্গা প্রসাই এই আন্দোলন পরিচালনার জন্য গড়ে ওঠা ‘জয়েন্ট পিপল্‌স মুভমেন্ট কমিটি’র (জেপিএমসি) নেতৃত্বের মধ্যে অন্যতম। মূলত তারই নেতৃত্বে গত মার্চ থেকে ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্রকে সিংহাসনে ফেরানোর দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনে আমজনতার সমর্থন ক্রমশই বাড়ছে।

News Hub