• facebook
  • twitter
Monday, 8 December, 2025

বাংলাদেশের নোট থেকে বাদ মুজিবের ছবি

সে সময় যে নোটগুলি ছাপানো হয়ে গিয়েছিল সেগুলিও বাজারে আর ছাড়া হয়নি। এর ফলে বাংলাদেশে সমস্ত নোটই ছেঁড়াফাটা অবস্থায় চলছিল।

শেখ মুজিবর রহমান

রবিবার থেকে বাংলাদেশ ব্যাঙ্ক নতুন নোট দেওয়া শুরু করেছে। আর সেই নোট থেকে সরিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এখন ২০ টাকা, ৫০ টাকা এবং ১০০০ টাকার নতুন নোট তৈরি করা হয়েছে। সেগুলির কোনওটিতেই শেখ মুজিবের ছবি নেই। সোমবার থেকেই ঢাকায় ব্যাঙ্কের প্রতিটি শাখায় এই নতুন নোট পাবেন বাংলাদেশের মানুষ। বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত বছর আগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর থেকেই নতুন নোট ছাপানো বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাঙ্ক। আসলে সব নোট এবং কয়েনে শেখ মুজিবের ছবি থাকায় এ রকম সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় যে নোটগুলি ছাপানো হয়ে গিয়েছিল সেগুলিও বাজারে আর ছাড়া হয়নি। এর ফলে বাংলাদেশে সমস্ত নোটই ছেঁড়াফাটা অবস্থায় চলছিল। এরপরই নতুন নোট আনল বাংলাদেশের ব্যাঙ্ক।

বাংলাদেশের পক্ষ থেকে নতুন নোটের পাশাপাশি এখন অবশ্য প্রচলিত সব নোট ও কয়েন চালু থাকবে। তবে শেখ মুজিবের ছবি সহ নোট ছাপানো বন্ধ করে দেওয়ার ফলে পুরনো চালু নোটগুলি ধীরে ধীরে বাজার থেকে তুলে নেওয়া হবে বলে মনে করা হবে। উল্লেখ্য, শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পরই সেখানে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলা হয়। পরে অন্তর্বর্তী সরকারের সমস্ত অফিস থেকে সরিয়ে ফেলা হয়ে মুজিবের ছবি। এবার নোট থেকেও সরিয়ে ফেলা হল তাঁর ছবি।

Advertisement

Advertisement

Advertisement