জার্মানিতে একেবারে সিনেমার কায়দায় ঘটে গেল এক দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাতি। জার্মানির জেলসেনকির্খেন শহরের স্পার্কাস সেভিংস ব্যাংকের একটি শাখায় ভল্ট কেটে লুট করা হয়েছে প্রায় ৩ কোটি ইউরো, যা ডলারের হিসেবে সাড়ে তিন কোটি ডলারের কাছাকাছি। এই ঘটনাকে ইতিমধ্যেই হলিউডের জনপ্রিয় সিনেমা ‘ওশানস ইলেভেন’-এর সঙ্গে তুলনা করছেন অনেকে।
বিবিসি সূত্রে খবর, ডাকাতরা ব্যাঙ্কের মূল ভল্টে ঢুকে প্রায় ৩ হাজারেরও বেশি সেফ ডিপোজিট বক্স ভেঙে ফেলেন। সেসব বাক্সে রাখা সোনাদানা, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে তাঁরা নির্বিঘ্নে পালিয়ে যান। পুলিশের দাবি, প্রায় ৯৫ শতাংশ গ্রাহকের সেফ ডিপোজিট বক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বহু গ্রাহক আশঙ্কা করছেন, তাঁদের সারা জীবনের সঞ্চয় এক রাতেই শেষ হয়ে গিয়েছে।
Advertisement
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ব্যাঙ্কের গ্রাহকেরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের জন্য একটি হটলাইন চালু করলেও তাতে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। শয়ে শয়ে গ্রাহক ব্যাঙ্ক শাখার বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান এবং নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার অভিযোগ তোলেন। তদন্তকারীরা জানিয়েছেন, ডাকাতদল একটি পার্কিং গ্যারেজ থেকে সুড়ঙ্গ খুঁড়ে গোপনে ভল্ট রুমে পৌঁছেছিল।
Advertisement
বড়দিনের লম্বা ছুটিকে তারা পরিকল্পিতভাবে কাজে লাগায়। বৃহস্পতি ও শুক্রবার ব্যাঙ্ক বন্ধ ছিল, তার পরের দু’দিন সাপ্তাহিক ছুটি, এই ছুটির সময়টাকে কাজে লাগিয়ে পুরো ‘অপারেশন’ সম্পন্ন করা হয়। সিসিটিভি ফুটেজে একটি অডি আরএস৬ গাড়ির নম্বর দেখা গেলেও পরে জানা যায়, ওই লাইসেন্স প্লেটটি আগেই চুরি হয়েছিল। ফলে তদন্ত আরও জটিল হয়ে উঠেছে।এই পেশাদার ডাকাতদলকে ধরতে জার্মান পুলিশ জোর তল্লাশি শুরু করেছে এবং নতুন সূত্রের সন্ধানে তদন্ত চালাচ্ছে।
Advertisement



