• facebook
  • twitter
Saturday, 19 July, 2025

রাশিয়ার ট্রেনের ওপর ধসে পড়ল সেতু, নিহত ৭

যাত্রীভর্তি ট্রেনের উপর ভেঙে পড়ল সেতু। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর মিলছে। ট্রেনটির চালক নিজেও প্রাণ হারিয়েছেন।

যাত্রীভর্তি ট্রেনের উপর ভেঙে পড়ল সেতু। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর মিলছে। ট্রেনটির চালক নিজেও প্রাণ হারিয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অন্তত ৩০ জন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ইউক্রেন সীমান্ত লাগোয়া রাশিয়ার ব্রায়ানস্কের। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, একটি সেতু (হাইওয়ে ব্রিজ) ট্রেনের লাইনের উপর ধসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। ব্রায়ানস্কের গভর্নর আলেজান্দার বোগোমাজ বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে ৭ জন মারা গিয়েছেন।’ তিনি আরও জানান, আহত ৩০ জনের মধ্যে ২টি শিশুও রয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দু’জনের অবস্থা গুরুতর।

ট্রেনটি ক্লিমভ শহর থেকে রাশিয়ার রাজধানী মস্কোয় যাচ্ছিল। ভায়গনিচি গ্রামের কাছে পৌঁছালে লাইনের উপর সেতু ধসে পড়ে। জায়গাটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার ভেতরে। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া দুর্ঘটনার ছবিগুলিতে দেখা গিয়েছে, ট্রেনের যাত্রীবাহী বগিগুলি ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। ধসে পড়া সেতুর কংক্রিটের টুকরোগুলির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কীভাবে ব্রিজ ভেঙে এতবড় ট্রেন দুর্ঘটনা ঘটল, তা জানতে শুরু হয়েছে তদন্ত।

স্থানীয়দের বক্তব্য, সেতুটি ইচ্ছাকৃতভাবে উড়িয়ে দেওয়া হতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত রুশ এবং ইউক্রেনীয় কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির ভেতর অনেকে আটকে পড়েছেন। উদ্ধারকারী ব্যক্তিরা তাঁদের উদ্ধারে কাজ করছেন। আরও কেউ আটকে পড়ে আছেন কি না, সে জন্য অনুসন্ধান চালানো হচ্ছে। মস্কো রেলওয়ে সামাজিক মাধ্যমে লিখেছে, রাশিয়ার পরিবহন ব্যবস্থার উপর ‘অবৈধ হস্তক্ষেপের’ ফলে সেতুটি ধসে পড়েছে। তবে এই অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।