• facebook
  • twitter
Wednesday, 30 July, 2025

ডিসেম্বরের মধ্যেই ভোট না হলে আন্দোলনে নামবে খালেদার দল

একমাস অপেক্ষা করার পর যদি ইউনূসের পক্ষ থেকে কোনও ইতিবাচক পদক্ষেপ দেখতে না পান, তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন।

ফাইল চিত্র

বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে ইউনূস সরকারের বিরুদ্ধে এবার হুঁশিয়ারি খালেদার দলের। আগামী ডিসেম্বরের মধ্যেই ভোট করতে হবে, নাহলে আন্দোলনে নামার ডাক দিয়েছে বিএনপি।

জানা গিয়েছে, নির্বাচনের রূপরেখা নির্ধারণ করার জন্য মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে এক মাস সময় দিতে চলেছে তারা। এই সময়ের মধ্যে সরকারের তরফে নির্বাচনী রূপরেখা বা রোডম্যাপ প্রকাশ করা না-হলে বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিয়েছে বিএনপি।

প্রসঙ্গত গত বুধবার জাপানের টোকিয়োয় একটি অনুষ্ঠানে ইউনূস জানিয়েছিলেন, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে হতে পারে। গত সপ্তাহে একই কথা বলেছিলেন প্রেসসচিব শফিকুল আলম। রাজনৈতিক দলগুলির সঙ্গে ইউনূসের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।

যদিও এই জুন মাসে বড় কোনও কর্মসূচি নিচ্ছে না বিএনপি। তবে জুলাই মাস থেকে নতুন কর্মসূচির পরিকল্পনা করেছে তারা। সরকার নির্বাচন নিয়ে ইতিবাচক কোনও ঘোষণা না করলে এরপর লাগাতার আন্দোলনের পথে হাঁটবে খালেদা জিয়ার দল। তাঁরা জানিয়েছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিএনপি তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং তা জাতির সম্মুখে তুলে ধরবে। এ জন্য তাঁরা আরও কিছুটা সময় অপেক্ষা করতে রাজি আছেন, যাতে সরকারের সুবুদ্ধির উদয় হয়। তাঁরা মনে করেন, যত দ্রুত নির্বাচনের মধ্যে দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবর্তন আনা যাবে, ততই দেশের মঙ্গল হবে।

সম্প্রতি ইউনূস মন্তব্য করেছিলেন যে, রাজনীতিকরা ক্ষমতা পাওয়ার জন্য অধৈর্য হয়ে পড়েছেন। আসলে তিনি নাম না করে বিএনপি-কে কটাক্ষ করে বলেছিলেন, একটি দল ডিসেম্বরেই নির্বাচন চাইছে। কিন্তু নির্বাচন যখন হওয়ার, তখন হবে। তবে একথা মানতে নারাজ খালেদা জিয়ার দল। তাঁরা একমাস অপেক্ষা করার পর যদি ইউনূসের পক্ষ থেকে কোনও ইতিবাচক পদক্ষেপ দেখতে না পান, তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন।