• facebook
  • twitter
Sunday, 25 January, 2026

দিল্লিতে মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গে জয়শঙ্করের বৈঠক

বৈঠক শেষে দুই পক্ষই আলোচনাকে ‘ইতিবাচক’ ও ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছে

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারত–আমেরিকা সম্পর্কে সাম্প্রতিক টানাপড়েনের আবহেই কূটনৈতিক স্তরে যোগাযোগ বজায় রাখার বার্তা দিল দিল্লি। শুক্রবার রাজধানীতে আমেরিকান কংগ্রেসের তিন সদস্যের সঙ্গে বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোরও। বৈঠক শেষে দুই পক্ষই আলোচনাকে ‘ইতিবাচক’ ও ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছে।

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, প্রায় এক ঘণ্টার এই বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক এবং অত্যাবশ্যক ও উদীয়মান প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত বিষয়গুলি আলোচনায় উঠে আসে।

Advertisement

বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোরও জানান, ভারত ও আমেরিকার সম্পর্ক কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, মতপার্থক্য থাকলেও নিয়মিত আলাপচারিতা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করে। জয়শঙ্করও বারবার কূটনৈতিক আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

Advertisement

কূটনৈতিক মহলের মতে, সাম্প্রতিক কিছু ইস্যুতে মতবিরোধ তৈরি হলেও এই বৈঠক দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে। আগামী দিনে বাণিজ্য ও প্রযুক্তি ক্ষেত্রে যৌথ উদ্যোগ আরও জোরদার হতে পারে বলেই ধারণা বিশেষজ্ঞদের।

 

Advertisement