• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইরানের রাজধানী তেহরানে হামলা ইজরায়েলের

ইরানের রাজধানী তেহরানে হামলা চালাল ইজরায়েল। শুক্রবার তেহরানে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

ইরানের রাজধানী তেহরানে হামলা চালাল ইজরায়েল। শুক্রবার তেহরানে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। রাজধানীর কাছেই কারাজ শহরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। তেহরানের এক বাসিন্দা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, রাজধানীতে মোট ৭টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠে। । কী ধরনের বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। তেহরানের কাছে বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে খবর।

হামলার সময় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বাঙ্কারে ছিলেন। শুক্রবার রাতেই ইজরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইজরায়েলে কয়েক মাস ধরে হামলা চালাচ্ছে ইরান। তার জবাবেই ইরানের সামরিক ঘাঁটিগুলিকে টার্গেট করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি একটি বিবৃতিতে বলেছেন, ১ অক্টোবরের ইরানের হামলার জবাব দিচ্ছে ইজরায়েল। ইরানের সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালাচ্ছে তারা।

Advertisement

ইরানে ‘দ্বিতীয় দফায়’ হামলা শুরু হয়েছে বলে দাবি করেছে ইজরায়েলি সংবাদমাধ্যমগুলি। গত বছর অক্টোবর থেকে প্যালেস্টাইনের গাজায় লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল। সম্প্রতি লেবাননকেও টার্গেট করেছে ইজরায়েল। ইজরায়েলি হামলায় সশস্ত্র সংগঠন হামাস ও হিজবুল্লার প্রধান নিহত হওয়ার পর ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। গত ৬ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ইজরায়েলে হামলা চালিয়েছে ইরান।

Advertisement

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন, হিজবুল্লা যুদ্ধের পথে থাকলে ইজরায়েল চুপ করে বসে থাকবে না। প্রত্যাঘাত চলবে। দেশের নাগরিকদের সুরক্ষিত করার সব অধিকার রয়েছে ইজরায়েলের।

Advertisement