• facebook
  • twitter
Monday, 14 July, 2025

লেবাননে বিমান হামলা ইজরায়েলের

ইদের আগের রাতে লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণে একাধিক বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। বৃহস্পতিবার রাতে এই হামলা চালানো হয়।

ইদের আগের রাতে লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণে একাধিক বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। বৃহস্পতিবার রাতে এই হামলা চালানো হয়। ইজরায়েলের দাবি, তারা হিজবুল্লার ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলার আগে বেশ কয়েকটি ভবন থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার সতর্কবার্তাও দেয় তারা। প্রসঙ্গত, গত ৬ মাস ধরে ইজরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে বৃহস্পতিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে বেইরুটে হামলা চালাল ইজরায়েল। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে ‘একটি আন্তর্জাতিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে আখ্যা দেন। যদিও এই হামলা নিয়ে মুখ খোলেনি হিজবুল্লা।

ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ভূগর্ভে ‘হাজার হাজার’ ড্রোন তৈরি করছিল হিজবুল্লা। আর এর জন্য টাকার জোগান দিচ্ছিল ‘ইরানি সন্ত্রাসী’রা। সেই ইউনিটটিকে আক্রমণ করা হয়েছে। এদিকে ইজরায়েলি হামলার তীব্র নিন্দা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘আমি এটিকে আমাদের মাতৃভূমি, দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অর্থনীতির ওপর একটি পরিকল্পিত ও সংগঠিত আক্রমণ হিসেবে দেখছি, বিশেষ করে ছুটির প্রাক্কালে এবং পর্যটন মরশুমের সময়।’

গাজা যুদ্ধ শুরুর আগে ইজরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লার মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে সীমান্ত সংঘাত চলেছিল। এর ফলে দেশটিতে ব্যাপক বিমান হামলা এবং দক্ষিণ লেবাননে স্থল হামলা চালায় ইজরায়েল। গত বছর নভেম্বরের শেষদিকে লেবাননের সঙ্গে একটি যুদ্ধবিরতি স্বাক্ষর করেছিল ইজরায়েল। সেই চুক্তি অনুযায়ী, ইজরায়েল সেনা প্রত্যাহার করে নেয় এবং লেবাননের সেনাবাহিনী দক্ষিণ লেবাননের নিরাপত্তার দায়িত্ব নেয়।