ভারতই দিশারী, নোট বাতিল পাকিস্তানেও

Written by SNS January 30, 2024 7:07 pm

ইসলামাবাদ: ২০১৬-এ ভারতের দেখানো পথেই হাঁটল পাকিস্তান৷ দেশের হাল বেহাল৷ আকাশ ছোঁওয়া মূল্যবৃদ্ধি, ভঙ্গুর অর্থনীতিতে দেশ প্রায় ধংসে মুখে৷ দেশের বেহাল অর্থনীতির হাল ফেরাতে, জাল মুদ্রার সমস্যার মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ৷ আর এর জন্য, নোট বাতিলের আশ্রয় নিতে চলেছে স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান বা এসবিপি৷ এসবিপি-র গভর্নর জামিল আহমেদ জানিয়েছেন, পাকিস্তানি নোট জাল করা আটকাতে, উন্নত সুরক্ষা বৈশিষ্ট্য-সহ নতুন সিরিজের নোট চালু করা হবে৷ নতুন নোটগুলির বৈশিষ্টসমূহের হাত ধরে দেশের মুদ্রা ব্যবস্থা আধুনিক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন তিনি৷ তবে, ভারতের মতো একদিনে নয়, ধীরে ধীরে পুরোনো নোটগুলি বদলে নতুন নোট জারি করা হবে বলে জানিয়েছে এসবিপি৷ নোট বদলের প্রক্রিয়াটি মসৃণ হবে বলেই আশা করছে পাকিস্তানি কর্তৃপক্ষ৷ তিনি আরও জানিয়েছেন, পাকিস্তানের আর্থিক ব্যবস্থার প্রতি, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি এবং পাক নাগরিকদের যাতে আস্থা তৈরি হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ করতে চলেছে ইসলামাবাদ৷

২০০৫ সাল থেকে নতুন সিরিজের ব্যাঙ্কনোট চালু করেছিল স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান৷ বর্তমানে পাকিস্তানের বাজারে ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা, ১০০০ টাকা এবং ৫০০০ টাকার মুদ্রা নোট রয়েছে৷ এছাড়া, ২০২২-এর অগস্টে, পাকিস্তানের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে স্মারক মুদ্রা হিসেবে একটি ৭৫ টাকার নোটও প্রকাশ করা হয়েছিল৷ এই নোটগুলিতেও জাল হওয়া রুখতে বেশ কিছু সুরক্ষাগত বৈশিষ্ট্য ছিল৷ যেমন, ৫০০০ টাকার নোটে একটি নিরাপত্তা থ্রেড রয়েছে৷ অতিবেগুনী রশ্মীর আলোর নীচে এই থ্রেডটি থেকে হলুদ এবং নীল ফ্লুরোসেন্ট আলো প্রতিফলিত হয়৷ ১০০০ টাকার নোটে, টাকার অঙ্কটি এমবেড করা আছে৷ এছাড়া, নোটগুলি ছাপা হয় ইন্ট্যাগলিও প্রক্রিয়ায়৷ স্ক্যানিং বা ফটোকপির মাধ্যমে যাতে এর প্রতিলিপি তৈরি না করা যায়, তার জন্য অ্যান্টি-স্ক্যান এবং অ্যান্টি-কপি লাইন প্যাটার্নও রয়েছে৷ এর পাশাপাশি, পাকিস্তানে রয়েছে ক্লিন নোট নীতি৷ এই নীতিতে নোটগুলি ময়লা হয়ে গেলে বা ছিঁডে় গেলে সেগুলি বাজার থেকে সরিয়ে নিয়ে নষ্ট করে পেলা হয়৷

এতকিছুর পরও অবশ্য জাল নোটের সমস্যার সমাধান হয়নি৷ অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের অর্থনীতির এই বেহাল দশার অন্যতম কারণ কালো টাকার অবৈধ ব্যবহার৷ উচ্চ মূল্যের নোট রয়েছে বলে কালো টাকার সমস্যা আরও বেশি৷ এই অবস্থায় জাল মুদ্রা এবং করালো টাকার ব্যবহার আটকাতেই নতুন নোট জারি করা হবে৷