• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থামেনি ইরান-ইজরায়েল

দুই দেশ একে পরকে হামলা চালানোর জেরে ট্রাম্পের ঘোষণা কি ব্যর্থ হয়েছে? এমন প্রশ্নই উঠতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইরান এবং ইজরায়েল নিজেরা যুদ্ধবিরতি ঘোষণা না করলেও ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে কাতারের দোহায় মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এর মাত্র কয়েক ঘণ্টা পরই সমাজমাধ্যমে পশ্চিম এশিয়ার এই দুই দেশের যুদ্ধ বিরতি ঘোষণা করেন ট্রাম্প। গত মে মাসে ভারত-পাক সংঘর্ষ বিরতির কথাও ট্রাম্প ঘোষণা করেছিলেন সমাজমাধ্যমে। এই ঘোষণার ৫ ঘণ্টা আগে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এর জবাবে পাল্টা তেহরানে হামলার পথে হেঁটেছে ইজরায়েল। তেহরানের প্রাণকেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইরানও স্পষ্ট জানিয়েছে, ইজরায়েল থেকে হামলা হলে তারাও পাল্টা হামলা চালাবে।

দুই দেশ একে পরকে হামলা চালানোর জেরে ট্রাম্পের ঘোষণা কি ব্যর্থ হয়েছে? এমন প্রশ্নই উঠতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে। সোমবার মাঝরাতে যুদ্ধ বিরতি ঘোষণার পরেও ইরানে হামলা চালানো হয়েছে বলে ইজরায়েলের ওপর অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার সকালে ঘুম ভাঙার পরই ইরানে ইজরায়েলের হামলার খবর পেয়েছেন তিনি। এই খবরে তিনি বেশ হতাশ হয়েছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানে যাতে আর হামলা চালানো না-হয় ইজরায়েলের উদ্দেশ্যে তেমনই বার্তা দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি, ইরানও যেহেতু হামলা চালিয়েছে ইজরায়েলে সে-কারণেও অসন্তুষ্ট হয়েছেন ট্রাম্প। অর্থাৎ তাঁর সমাজমাধ্যমের ঘোষণা যে কার্যকর হয়নি তা ট্রাম্প নিজেই বুঝতে পেরেছেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইজরায়েল প্রথমে সমর্থন জানিয়েছিল, তখন নীরব ছিল ইরান। পরে ইরানও ঘোষণা করে যুদ্ধ বিরতি। কিন্তু দুই দেশের ঘোষণা সত্ত্বেও এখনও থামেনি যুদ্ধ। ইরান ও ইজরায়েল একে ওপরের দিকে দোষ ঠেলে দিচ্ছে। তাই যুদ্ধ বিরতির ঘোষণা হলেও আদতে তা কার্যকর হয়নি এখনও। দুই দেশ যদি ফের একে অপরকে হামলা চালায় তাহলে আগামীদিনে সাধারণ মানুষের জীবন আরও বিপর্যস্ত হবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

অন্যদিকে, দুই দেশের রাষ্ট্রপ্রধানের কাছে অনুরোধ কারার পরেও যেহেতু যুদ্ধ থামেনি সেক্ষেত্রে আগামীদিনে ট্রাম্প কী পদক্ষেপ করেন সেদিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব। যদিও মুহুর্মুহু হামলার রেশ অনেকটাই কেটেছে। এর আগে ইরান-ইজরায়েলের সংঘাত পুরোপুরি থেমে গিয়েছে বলেই অন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর ছড়াতে শুরু করেছিল। তবে এর পরেও দুই দেশই একে পরকে বিক্ষিপ্ত হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এবার ইরান-ইজরায়েলের যুদ্ধ থামে কিনা সেটাই এখন দেখার।

Advertisement

Advertisement