• facebook
  • twitter
Friday, 5 December, 2025

যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রাম্পকে ধন্যবাদ জানাল ইজরায়েল, সুর চড়াল ইরান

সোমবার মধ্যরাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে ইরান-ইজরায়েল যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার মধ্যরাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে ইরান-ইজরায়েল যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরেই ইজরায়েলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ইজরায়েল তাঁর প্রস্তাব মেনে পারস্পরিক সংঘর্ষবিরতিতে সম্মত হচ্ছে।’

সোমবার রাতে প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান। ওই বৈঠকেই নেতানিয়াহু জানান, ইরানের বিরুদ্ধে অভিযানে ‘সব লক্ষ্য’ পূরণ করতে পেরেছে ইজরায়েল। ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করলে যে কড়া জবাব দেওয়া হবে, সে ব্যাপারেও সতর্ক করেন নেতানিয়াহু।

Advertisement

ট্রাম্পের দাবি অবশ্য খারিজ করে দেয় ইরান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানান, যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনও সমঝোতা হয়নি। তবে স্থানীয় সময় অনুসারে ভোর ৪টের (ভারতীয় সময় সকাল ৬টা) পর থেকে ইজরায়েল হামলা বন্ধ করলে ইরানও নতুন করে সংঘর্ষে জড়াতে চায় না বলে জানায় তেহরান।

Advertisement

এই যুদ্ধবিরতির খবরে সাময়িকভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলে আন্তর্জাতিক মহল। তবে বিশেষজ্ঞরা বলেন, এই যুদ্ধবিরতি কতটা দীর্ঘস্থায়ী হবে, এখন সেটাই দেখার বিষয়। বাস্তবে দেখা গিয়েছে, দুই দেশের মধ্যে সংঘাত থামেনি। হামলা-পাল্টা হামলা চলেই যাচ্ছে। ইজরায়েল দাবি করেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইরান। তাই ইরানের প্রাণকেন্দ্র তেহরান লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ দেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। ইজরায়েলের এই নির্দেশের পরেই যুদ্ধবিরতি লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ অস্বীকার করে ইরান।

এদিকে দুই দেশের বিরুদ্ধে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠায় বেশ ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরান এবং ইজরায়েল, দুই দেশই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। তাই তিনি ইরানের উপর তো বটেই, বিশেষ ভাবে অসন্তুষ্ট ইজরায়েলের উপর।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে তাঁর ট্রুথ অ্যাকাউন্টে লেখেন, ইরান ও ইজরায়েল দু’পক্ষই তাঁদের ‘শেষ মিশন’ সম্পন্ন করার পর আগামী ছ’ঘণ্টার মধ্যে সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি শুরু হবেইরান যুদ্ধবিরতি শুরু করবে প্রথম ১২ ঘণ্টায় এবং এরপর ইজরায়েল। ২৪ ঘণ্টা পর এই ১২ দিনের সংঘাতের আনুষ্ঠানিক সমাপ্তি উদযাপিত হবে গোটা বিশ্বে।

এদিকে ইজরায়েলের হামলায় ইরানে আরও এক পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। ওই বিজ্ঞানীর নাম সেদিঘি সাবের। এর আগে ইজরায়েলি হানায় ইরানে ন’জন পরমাণু বিজ্ঞানী মারা গিয়েছেন বলে জানা গিয়েছিল।

প্রসঙ্গত, ১৩ জুন ইরানের পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল। মোট ন’জন পরমাণু বিজ্ঞানী প্রাণ হারান সেই হামলায়। সামরিক কর্তাদেরও প্রাণ যায়। পাল্টা ইজরায়েলে হামলা শুরু করে ইরান। এরপরেই দুই দেশের মধ্যে ‘যুদ্ধ’ শুরু হয়েছে।

Advertisement