• facebook
  • twitter
Saturday, 31 January, 2026

শিকলমুক্ত হয়ে ফিরেছেন শেষ দু’দফায় আসা ভারতীয় শিশু ও মহিলারা

বিবৃতি বিদেশমন্ত্রকের

প্রতিনিধিত্বমূলক চিত্র

শেষ দুই দফায় যে ২২৮ জন আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে সেখানে শিশু ও মহিলাদের শিকলবন্দি করা হয়নি। শুক্রবার বিদেশমন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। শুক্রবার বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হল, ‘ভারতীয়দের শিকল পরিয়ে ফেরানোর ঘটনায় আমরা মার্কিন প্রশাসনের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলাম। আমাদের তরফে স্পষ্ট জানানো হয়েছিল, যাঁদের ফেরানো হচ্ছে তাঁদের প্রতি মানবিক আচরণ করা হোক, এবং তাঁদের ধর্মীয় বিশ্বাসকে সম্মান দেওয়া হোক। আমরা যতদুর জানি, এরপর ১৫ ও ১৬ ফেব্রুয়ারি যে দুটি মার্কিন বিমানে ভারতীয়দের ফেরানো হয়েছে, সেখানে মহিলা ও শিশুদের সঙ্গে কোনও দুর্ব্যবহার করা হয়নি। কোনও শিকল পরানো হয়নি।’

আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের তাঁদের নিজেদের দেশে ফেরানোর ক্ষেত্রে আমেরিকার নিয়ম নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে যে, অন্যান্য দেশের নাগরিকদের হাত-পা বেঁধে, কোমরে শিকল পরিয়ে তাঁদের বিমানে তোলা হয়। আমেরিকার তরফে শেয়ার করা ভিডিওতেও সেই ছবি দেখা যায়। বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। কারণ প্রথম দফায় যে ১০৪ জনকে আমেরিকা ভারতে ফেরত পাঠিয়েছিল, সেখানে শুধু পুরুষদেরই নয়, শিশু ও মহিলাদেরও চেন দিয়ে বেঁধে বিমানে তোলা হয়। কিন্তু শেষ দু’বার নাগরিকদের ফেরত পাঠানোর সময়ে সকলের সঙ্গে এমন আচরণ আমেরিকা করেননি বলে জানিয়েছে দিল্লি। এমনকি মার্কিন প্রশাসনের তরফে শেয়ার করা ভিডিওতে ব্যঙ্গ করে বলা হয়, ‘এলিয়েনদের ফেরত পাঠাচ্ছি।’ এরপরেই বিষয়টি নিয়ে বিতর্কের ঝড় ওঠে।

Advertisement

ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় ১১৬ জন এবং তৃতীয় দফায় ১১২ জন অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা। তাঁদের মধ্যে মহিলা এবং শিশুদের কোনওভাবে শিকল দিয়ে বাঁধা বা কোমরে দড়ি পরানো হয়নি। যদিও পুরুষদের সকলকেই আগের মতো ‘বন্দি’ করে নিয়ে আসা হয়েছে বলে দাবি করা হয়েছে।

Advertisement

এদিকে নতুন করে অভিযোগ উঠেছে যে,  ফেরত পাঠানোর আগে বহু নাগরিককে পানামার এক হোটেলে ‘বন্দি’ করে রেখেছে ট্রাম্প প্রশাসন। এই বিষয়টি নিয়েও সমালোচনার ঝড় বয়ে যায়। পানামার একটি হোটেলে কমপক্ষে ৩০০ জন বিভিন্ন দেশের নাগরিকের মধ্যে অনেক ভারতীয়ও রয়েছেন বলে খবর। ভারত ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, চিন সহ আরও একাধিক দেশের নাগরিকদের আটক করেছে আমেরিকা।

শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বার্তা দিলেও বিতর্ক থামেনি। সংবাদমাধ্যম সূত্রে খবর, শেষ দুই দফায় ভারতীয়দের ফেরানোর সময় মহিলা ও শিশুদের শিকলবন্দি না করা হলেও, পুরুষদের শিকলবন্দি করেই ফেরানো হয়।  ফলে বিষয়টি নিয়ে বিতর্ক তেকেই গিয়েছে।

Advertisement