শনির দশা যেন কিছুতেই কাটছে না। আপাতত স্থগিত গেল ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রা। মহাকাশযানের যান্ত্রিক ত্রুটির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে খারাপ আবহাওয়ার কারণে শুভাংশুর মহাকাশযাত্রা স্থগিত হয়ে যায়। ফের বাধা পড়ল তাঁর যাত্রায়।
জানা গিয়েছে, বুধবার ১১ জুন শুভাংশুদের নিয়ে মহাকাশ স্টেশনে পাড়ি দেওয়ার কথা ছিল। আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ড্রাগন মহাকাশযানের মাধ্যমে রওনা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পোস্ট স্ট্যাটিক ফায়ার বুস্টার পরীক্ষার সময় ধরা পড়ে লিক করছে লিকুইড অক্সিজেন। ফলে যাত্রায় ঝুঁকি থাকায় তড়িঘড়ি তা স্থগিত করে দেওয়া হয়। এব্যাপারে স্পেসএক্স-এর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে এই তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত ফ্যালকন ৯ রকেটই স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলকে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেবে। মহাকাশ অভিযানে শুভাংশুর সঙ্গে থাকছেন পেগি উইটসন, টিবর কাপু ও স্লাওজ উজনানস্কি। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশ যাত্রা করছেন শুভাংশু।
১০ জুন, মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘আগামীকালের এএক্স-৪ এর ফ্যালকন ৯ উৎক্ষেপণ স্থগিত রাখা হচ্ছে। পোস্ট স্ট্যাটিক ফায়ার বুস্টার পরীক্ষার সময় লিকুইড অক্সিজেন লিক ধরা পড়েছে। তা মেরামত করার জন্য স্পেসএক্সের দলের অতিরিক্ত সময় প্রয়োজন।’
পরে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর পক্ষ থেকেও এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে শুভাংশুদের নিয়ে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেট মহাকাশে পাড়ি দেওয়ার নতুন দিনক্ষণ এখনও জানা যায়নি। এলন মাস্কের সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন দিনক্ষণ পরে জানানো হবে। এই সংস্থা পক্ষ থেকে বলা হয়েছে,‘যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ শেষ হলে ও প্রয়োজনীয় সুযোগ পেলে আমরা উৎক্ষেপণের নতুন তারিখ জানিয়ে দেব।’