দেশের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব সম্মান অশোক চক্রে ভূষিত হলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। সোমবার ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কার্তব্য পথে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তিনি।
২০২৫ সালে অ্যাক্সিয়ম–ফোর মহাকাশ অভিযানের অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গমন করেন শুভাংশু শুক্লা। উইং কমান্ডার রাকেশ শর্মার পর তিনি দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে মহাকাশে পাড়ি দেন। এই অভিযানে অসাধারণ সাহসিকতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কর্তব্যের প্রতি অবিচল নিষ্ঠা প্রদর্শনের জন্যই তাঁকে অশোক চক্রে সম্মানিত করা হয়েছে।
Advertisement
মহাকাশে অবস্থানকালে তিনি একাধিক বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি কৃষি সংক্রান্ত পরীক্ষাও পরিচালনা করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, তিনি মহাকাশে সফলভাবে মেথি ও মুগ ডাল চাষ করেন, যা ভবিষ্যতের দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Advertisement
চরম প্রতিকূল পরিস্থিতিতেও অভিযানের সাফল্য নিশ্চিত করেন শুভাংশু শুক্লা। তাঁর পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ এবং শান্ত মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই সম্মানের মাধ্যমে স্বীকৃতি পেল। ভারতীয় বায়ুসেনা ও গোটা দেশের কাছে তাঁর এই কৃতিত্ব গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে ৭৭তম প্রজাতন্ত্র দিবসের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মোট ৭০ জন সশস্ত্র বাহিনীর সদস্যকে বীরত্ব পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছেন। এর মধ্যে ছয়টি পুরস্কার মরণোত্তর প্রদান করা হবে। এই পুরস্কার তালিকায় রয়েছে একটিতে অশোক চক্র, তিনটি কীর্তি চক্র, ১৩টি শৌর্য চক্র, একটি সেনা মেডেল (গ্যালান্ট্রি) বার, ৪৪টি সেনা মেডেল (গ্যালান্ট্রি), ছয়টি নৌ সেনা মেডেল (গ্যালান্ট্রি) এবং দুটি বায়ু সেনা মেডেল (গ্যালান্ট্রি)।
এছাড়াও ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালকৃষ্ণন নায়ার কীর্তি চক্রে সম্মানিত হবেন। তিনি একজন বিশিষ্ট ফাইটার টেস্ট পাইলট এবং ভারতের প্রথম মানব মহাকাশ অভিযান ‘গগনযান’-এর জন্য নির্বাচিত চার মহাকাশচারীর অন্যতম। তিন হাজারেরও বেশি উড়ান অভিজ্ঞতাসম্পন্ন প্রশান্ত নায়ার অ্যাক্সিয়ম–ফোর অভিযানে ব্যাকআপ ক্রু হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং ২০১৯ সাল থেকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে গগনযান প্রকল্পে প্রশিক্ষণ নিচ্ছেন।
Advertisement



