খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলার জন্য পাকিস্তানের তরফে দোষ দেওয়া হয়েছিল ভারতের উপর। অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা বিবৃতি দিল দিল্লি। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বিবৃতিতে লিখেছেন, “ওয়াজিরিস্তানে হামলার বিষয়ে আমরা পাক সরকারের বিবৃতি দেখেছি। বিবৃতিটি খারিজ করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।”
ওই বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন পাক সেনার মৃত্যু হয়। আহত হয়েছেন ২৪ জনের বেশি। এর মধ্যে ২ শিশু ও ১ জন মহিলা রয়েছে। জানা গিয়েছে, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আচমকা সেনা কনভয়ে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটনা হয়েছে। এর পরই পাক সরকারের পক্ষ থেকে দাবি করা হয় এই বিস্ফোরণে ভারতের হাত আছে। তবে ভারতের কেন্দ্রীয় সরকার মনে করে এ নিয়ে মিথ্যাচার করছে পাকিস্তান। সে কারণে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল দিল্লি।
গত এপ্রিলে মাসে পহেলগাঁও হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। পাকিস্তানের ভেতরে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ গড়ে তুলতে মদত দিচ্ছে পাক সরকার– এমন অভিযোগ বহুদিন থেকেই তুলে আসছে কেন্দ্রীয় সরকার। এমন কি বর্তমানে আকাশপথেও দুই দেশের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। কিছুদিন আগে ভারত-পাকিস্তানের সংঘর্ষও দেখেছে গোটা বিশ্ব। দুই দেশই পরমাণু হামলা চালিয়েছে একে পরের দিকে। যুদ্ধের কারণে ভারত-পাকিস্তানের বহু সাধারণ মানুষের মৃত্যুও হয়। ১০ দিন চলার পর থেমে যায় যুদ্ধ।
কিছুদিন যেতে না যেতেই পাকিস্তান হঠাৎ দাবি করে বসে ওয়াজিরিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলায় ভারতের হাত আছে। যদিও এমন সম্ভাবনার কথা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। রবিবার তিনি স্পষ্ট জানিয়েছেন, ওয়াজিরিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলার সঙ্গে ভারতের কোনও যোগাযোগ নেই।