• facebook
  • twitter
Thursday, 17 July, 2025

ভারত-চিন সীমান্ত সমস্যা অত্যন্ত জটিল, সমাধানে সময় লাগবে

জানিয়ে দিল বেজিং

প্রতিনিধিত্বমূলক চিত্র

‘দুই দেশের সীমান্ত সমস্যা অত্যন্ত জটিল। সমাধানে সময় লাগবে। তবে সীমান্তে শান্তির লক্ষ্যে সীমানা নির্ধারণে আলোচনায় আগ্রহী আমরা।’ সংবাদ মাধ্যমকে জানিয়ে দিলেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং।

সাংবাদিক বৈঠকে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্রকে এ বিষয়ে প্রশ্ন করা হলে মাও নিং বলেন, ‘ইতিবাচক বিষয় হল, দুই দেশ ইতিমধ্যে সীমান্ত সমস্যা মেটাতে ও শান্তি বজায় রাখতে বিভিন্ন স্তরের একাধিক বৈঠক করেছে। তবে এই সমস্যা অত্যন্ত জটিল, যা মেটাতে সময় লাগবে। আমরা আশা করব, ভারত চিনের সঙ্গে এই লক্ষ্যে কাজ করবে। জটিল সমস্যাগুলি মেটাতে আলোচনা প্রক্রিয়া, জারি থাকবে। যাতে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা যায়।’

প্রসঙ্গত ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত ২৬ জুন চিনের কিংডাওতে সাংহাই সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেখানে চিনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে বৈঠক করে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা কমাতে সদর্থক পদক্ষেপ ও সীমান্তের বর্তমান সমস্যা মেটাতে প্রয়োজনীয় আলোচনার পক্ষে বার্তা দেন রাজনাথ। তিনি দুই দেশের স্বার্থ বজায় রেখে সীমান্ত বিবাদ মেটাতে রোডম্যাপ তৈরিরও প্রস্তাব দেন।