পরাজিত হতে পারেন, কিন্তু লড়াইয়ের ময়দান থেকে তিনি সরে যাবেন না। ফের একবার এই বিষয়টি স্পষ্ট করে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কোনও একদিন প্রেসিডেন্ট হব। আমি নিশ্চিত, আমার নাতি-নাতনিরা তাদের জীবদ্দশায় অবশ্যই একজন মহিলা প্রেসিডেন্ট দেখতে পাবে।’
গত বছরের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছিলেন হ্যারিস। তবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন তিনি। অনেকেই মনে করেছিলেন, কমলা হ্যারিস আর হয়তো নির্বাচনে লড়বেন না। তবে এই সাক্ষাৎকারে প্রথমবারের মতো ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন তিনি।
Advertisement
ভারতীয় বংশোদ্ভূত হ্যারিস আগের বছর ভোটের হেরে যাওয়ার পর বলেছিলেন, ‘লড়াইয়ের ময়দান ছাড়ব না। সাধারণ মানুষের স্বাধীনতার জন্য, সুযোগের জন্য, মর্যাদার জন্য এই লড়াই জারি থাকবে। এই নির্বাচনে আমরা খুব ভালো লড়াই করেছি। আমি এই বলেই শেষ করব, গভীর অন্ধকারের তারা জ্বলজ্বল করে।’
Advertisement
বিগর ভোটে তাঁর প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ‘স্বৈরাচারী শাসক’ বলে উল্লেখ করে কমলা বলেন, নির্বাচনী প্রচারের সময় তিনি ট্রাম্প সম্পর্কে যে হুঁশিয়ারি দিয়েছিলেন, তা সত্য প্রমাণিত হয়েছে। প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন, ‘আমি এখনও ফুরিয়ে যাইনি। আমি আমার পুরো কর্মজীবনই মানুষের সেবায় কাটিয়েছি। এটা আমার অস্থিমজ্জায় মিশে আছে।’
Advertisement



