ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আমেরিকার লাস ভেগাসের একটি ক্যাসিনো। বিস্ফোরণের জেরে প্রবল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে। আগুন লেগে গিয়েছে ক্যাসিনোর আশেপাশে যেসব গাছ-গাছালি ছিল, তাতেও। শনিবার এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাস্থল থেকে বেরনো কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে। বেরচ্ছে আগুনের কুন্ডলী। এই ঘটনা দেখে ঘটনাস্থলে থাকা গ্রাহকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে দিয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আবার বিস্ফোরণের কারণও স্পষ্ট নয়।
প্রসঙ্গত শনিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা লাস ভেগাসের এরিয়া ক্যাসিনো এবং রিসর্টে বিস্ফোরণের শব্দ শুনতে পান। অনেক দূর পর্যন্ত সেই শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
জানা গিয়েছে একটি বাড়িতে ক্যাসিনোটি ছিল। বিস্ফোরণের জেরে বাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ক্যাসিনো সংলগ্ন বাড়িগুলির কোনও ক্ষয়ক্ষতি হয়নি।