• facebook
  • twitter
Tuesday, 17 September, 2024

দলে ফিরলেন ফর্মে না থাকা হাশিম আমলা

ফর্মে না থাকা প্রােটিয়াস ওপেনার হাশিম আমলাকে বিশ্বকাপ দলে জায়গা করে দিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বাের্ড। আসন্ন ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ প্রতিযােগিতার জন্য বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা দল ঘােষণা করল। কিন্তু দলে জায়গা হল না অলরাউন্ডার ক্রিস মরিসের।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল (Photo: Twitter@ICC)

ফর্মে না থাকা প্রােটিয়াস ওপেনার হাশিম আমলাকে বিশ্বকাপ দলে জায়গা করে দিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বাের্ড। আসন্ন ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ প্রতিযােগিতার জন্য বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা দল ঘােষণা করল। কিন্তু দলে জায়গা হল না অলরাউন্ডার ক্রিস মরিসের।

আমলাকে নিয়ে দল নির্বাচন নিয়ে নানান আলােচনা সমালােচনা চলছিল দল নির্বাচনের সময়। কিন্তু, অভিজ্ঞতার দিক থেকে এবং শেষ কয়েকটি ঘরােয়া ক্রিকেটে অংশ নিয়ে ভালাে পারফরমেন্স করে দেখানােয় আমলাকে দলভুক্ত করা হয়েছে। আমলা শেষ ষােলােটি আন্তর্জাতিক কেরিয়ারের ইনিংসে মাত্র একটি শতরান করেছেন, ৩৫.২৬ ব্যাটিং অ্যাভারেজ।

তবে, মরিসকে নিয়েও একটি কথাবার্তা চলেছিল কিন্তু তার পরিবর্তে ডোয়েন প্রিটোরিয়াস এবং অ্যান্ডিল ফেহলাকওয়াইও’কে দলে নেওয়া হয়। পেস বােলারদের তালিকায় লুঙ্গি এনগিডি এবং এনরিচ নর্তজে দু’জনেই চোটের মধ্যে থাকলেও, তাদের নিয়ে কোনও সংশয় প্রকাশ না করে দলভুক্ত করেছে প্রােটিয়াস ক্রিকেট বাের্ড।

পাশাপাশি জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে অভিষেক ম্যাচ খেলতে নামা রাসিই ভান ডার ডুসেন’কে যেমন দলে রাখা হয়েছে ঠিক তেমনই অভিজ্ঞতার বিচারে দলে রয়েছেন ফ্যাপ দু প্লেসিস, জেপি ডুমিনি এবং ডেল স্টেইনরাও। এবং স্পিনারদের তালিকায় ইমরান তাহিরের সঙ্গে রাখা হয়েছে তাব্রাইজ শামসী’কে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আসরে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে উদ্যোক্তাকারী দেশ ইংল্যান্ডের সঙ্গে ৩০ মে ।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল: ফাফ দু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ডেভিড মিলার, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্তজে, অ্যান্ডিল ফেহলাকওয়াইও, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাব্রাইজ শামসী, ডেল স্টেইন, ইমরান তাহির, রাসিই ভান ডার ডুসসেন