ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সলমান রুশদিকে হত্যার চেষ্টার ঘটনায় দোষী সাব্যস্ত এক যুবক। নিউইয়র্কের চাটাউকুয়া কাউন্টির আদালত ২৭ বছর বয়সী হাদি মাতারকে দোষী সাব্যস্ত করেছে। ৩০ বছরের বেশি সময় কারাদণ্ডের সাজা দেওয়া হতে পারে তাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক মাতার নিউজার্সির বাসিন্দা। চাটাউকুয়া কাউন্টির আদালতে দুই সপ্তাহ শুনানি চলে। আগামী ২৩ এপ্রিল হাদি মাতারের সাজা ঘোষণা করা হবে।
২০২২ সালে আমেরিকার একটি অনুষ্ঠানে রুশদির উপর প্রাণঘাতী হামলা চালায় মাতার। রুশদির আইনজীবী দাবি করেন, গায়ের জোরে বারবার ছুরির কোপ মারা হয়েছিল ৭৭ বছরের সাহিত্যিককে। ‘খুনের চেষ্টা’ ও ‘সশস্ত্র হামলা’র অভিযোগ আনা হয় মাতারের বিরুদ্ধে। হামলার দিন নিউইয়র্কের চাউটাউকুয়া ইন্সটিটিউশনে ভাষণ দিতে পৌঁছন রুশদি। তাঁর আগামী উপন্যাস ‘ভিকট্রি সিটি’ নিয়ে ভাষণ দেওয়ার কথা ছিল।
Advertisement
রুশদি মঞ্চে আসতেই তাঁর দিকে তেড়ে যায় এক ব্যক্তি। তার পরনে ছিল কালো পোশাক, মুখ ঢাকা ছিল কালো মাস্কে। এর পরেই আচমকা ছুরি দিয়ে বার বার রুশদির ঘাড়ে, গলায় কোপ বসাতে থাকে সে। এই হামলার জেরে গুরুতর আহত হন রুশদি। রুশদিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক চোখের দৃষ্টিশক্তি ও একটি হাত নাড়াচাড়া করার শক্তি হারিয়েও দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন রুশদি।
Advertisement
হামলার দিন ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর লেখক রুশদির সাক্ষাৎকার নিচ্ছিলেন হেনরি রিস। তাঁকেও আঘাত করেছিল মাতার। এই হামলার জেরে তিনি মাথায় আঘাত পান। এই হামলার জন্যও হাদি মাতারকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
এদিকে আদালতে বিচারপ্রক্রিয়া চলাকালীন সাক্ষ্য দিয়েছেন রুশদি স্বয়ং। রুশদি জানান, আচমকা এক যুবককে তাঁর দিকে ছুটে আসতে দেখেন তিনি। প্রথমে ভেবেছিলেন তাঁকে ঘুষি মারা হয়েছে। পরে বুঝতে পারেন, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। মোট ১৫ বার কোপ মারা হয় রুশদিকে।
১৯৮১ সালে রুশদির লেখা বই ‘মিডনাইটস চিলড্রেন’ দিয়ে খ্যাতি অর্জন করেন। ১৯৮৮ সালে প্রকাশিত হয় তাঁর বিখ্যাত উপন্যাস ‘স্যাটানিক ভার্সেস’। তারপরই মৌলবাদীদের রোষের মুখে পড়েন তিনি। বিভিন্ন মুসলিম সংগঠনের তরফে দাবি করা হয়, রুশদির বইয়ে ইসলাম ধর্মের বিরুদ্ধাচরণ করা হয়েছে। বইটি প্রকাশের এক বছর পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সলমান রুশদির মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেন। হামলার ভয়ে প্রায় ৯ বছর আত্মগোপন করতে হয়েছিল তাঁকে।
Advertisement



