টিকটকে আপত্তিকর ভিডিও পোস্ট করার অপরাধে মেয়েকে গুলি করে হত্যার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। মেয়েক হত্যা করার কথা স্বীকার করে নিয়েছেন বাবা আনোয়ার উল–হক। প্রাথমিকভাবে তিনি তদন্তকারীদের বলেছিলেন যে, গুলি অন্য কেউ করেছে। পরে মেয়েকে হত্যা করার কথা স্বীকার করে নেন । এরপরই বাবার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। বিবিসিকে এই তথ্য জানিয়েছে সেই দেশের পুলিশ।
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে পরিবার নিয়ে স্থানান্তরিত হন আনোয়ার উল–হক। তাঁর মেয়ে হিরা আনোয়ারের পোস্টগুলি তাঁর কাছে আপত্তিকর বলে মনে হয়েছে বলে জানান তিনি। মার্কিন নাগরিকত্বপ্রাপ্ত মেয়েটির বাবা জানান, তিনি তাঁর মেয়ে হিরার টিকটক করা তিনি পছন্দ করতেন না। হিরাও মার্কিন নাগরিক। আনোয়ার পরিবার ২৫ বছর যুক্তরাষ্ট্রে ছিলেন। পরিবারটি পাকিস্তানে ফিরে আসার আগে থেকেই হিরা টিকটকে ভিডিও পোস্ট করা শুরু করেছিল।
আনোয়ার উল–হক গত মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণ– পশ্চিমাঞ্চলের শহর কোয়েটায় তাঁর মেয়েকে হত্যা করেন। পুলিশ জানিয়েছে, ১৩ থেকে ১৪ বছর বয়সী হিরার পোশাক, জীবনযাত্রা এবং চলাফেরা নিয়ে আপত্তি ছিল তাঁর পরিবারের। এই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তকারীরা সবদিক বিবেচনা করে তদন্ত করছেন। অনার কিলিং বা সম্মান রক্ষার্থে হত্যার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন তাঁরা, যা পাকিস্তানে স্বাভাবিক ঘটনা। মানবাধিকার সংগঠনগুলির মতে, প্রতিবছর পাকিস্তানে বহু মানুষ অনার কিলিং–এর শিকার হন, তাঁদের বেশিরভাগই মহিলা।
হিরার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই হত্যায় জড়িত থাকার অপরাধে হিরার বাবার শ্যালককেও গ্রেপ্তার করা হয়েছে।