• facebook
  • twitter
Saturday, 9 November, 2024

বাংলাদেশের প্রাক্তন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

আব্দুস শহীদ বাংলাদেশের মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ) কেন্দ্রের টানা সাত বারের সাংসদ ছিলেন। গত দ্বাদশ জাতীয় নির্বাচনেও তিনি এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন।

প্রাক্তন কৃষিমন্ত্রী ও চিফ হুইপ মোহম্মদ আব্দুস শহীদ। ফাইল চিত্র

বাংলাদেশে গভীর রাতে গ্রেপ্তার হলেন হাসিনা সরকারের প্রাক্তন কৃষিমন্ত্রী ও চিফ হুইপ মোহম্মদ আব্দুস শহীদ। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ, ঢাকার উত্তরার পশ্চিম থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিনি তখন উত্তরার ১০ নম্বর সেক্টরে নিজের বাড়িতে ছিলেন।

সম্প্রতি তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার আদালতে চারটি মামলা দায়ের হয়। সেই মামলার ভিত্তিতে প্রাক্তন কৃষিমন্ত্রী ও উপাধ্যক্ষকে গ্রেপ্তার করেছে দেশের আইনশৃঙ্খলা বাহিনী। তাঁর গ্রেপ্তারের কথা স্বীকার করে নিয়েছেন আব্দুস শহীদের মেয়ে উম্মে ফারজানা ডায়না।

জানা গিয়েছে, আব্দুস শহীদ বাংলাদেশের মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ) কেন্দ্রের টানা সাত বারের সাংসদ ছিলেন। গত দ্বাদশ জাতীয় নির্বাচনেও তিনি এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন।

প্রসঙ্গত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশছাড়ার পরও রাজনৈতিক অস্থিরতা থামছে না। নাগাড়ে চলছে ধরপাকড়। এক এক করে গ্রেপ্তার হচ্ছেন তাঁর দলের নেতা ও মন্ত্রীরা। তাঁদের বিরুদ্ধে নেমে আসছে একের পর এক রাষ্ট্রীয় পদক্ষেপ। মঙ্গলবার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল।