রোমান্টিক সঙ্গে নিরাপদ জায়গা খুঁজলে

Written by Sunita Das February 21, 2024 4:10 pm

Paris aerial panorama with river Seine and Eiffel tower, France.

সুনীতা দাস 

মন যেন ঘুরু ঘুরু? যাওয়াই যায়৷ তবে দেশ হোক বা বিদেশ৷ ভ্রমণে গেলে সবার প্রথম চাহিদা সুন্দর একটি জায়গা৷ আর সেই ঘোরার উপলক্ষ যদি হয় হানিমুন তাহলে তো কথাই নেই৷ সেই সুন্দর জায়গায় যদি পছন্দের মানুষটিকে নিয়ে হয় তাহলে মজাটাই আলাদা৷ প্রেমপিয়াসী মানুষ তার পছন্দের মানুষটিকে সবসময়ই চায় খুশি করতে৷ তাই ঘুরতে যায় পৃথিবীর বিভিন্ন মনোমুগ্ধকর স্থানে৷ আপনার প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরে আসতে পারেন এমন রোমান্টিক কিছু জায়গায়৷ প্রাকৃতিক ও সামাজিকভাবে গোছানো এবং নিরাপদ তেমনই কয়েকটি শহরকে রোমান্টিক শহর বলেই জানে সবাই৷ জেনে নিন আপনিও-
প্যারিস, ফ্রান্স: পৃথিবীর সবচেয়ে রোমান্টিক শহরের তালিকায় যে শহরের নাম সবার আগে উঠে আসে সেটি হল৷ প্যারিস৷ ফ্রান্সের প্যারিস নগরীকে বলা হয় কৃষ্টি ও সংস্কৃতির এক অনন্য মিশেল৷ এই নগরীকে দেখে প্রেমে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর৷ যারা একবার ফ্রান্সে বেড়াতে গিয়েছেন আর পা পড়েনি প্যারিসে, তা যেন হওয়ার নয়৷ পৃথিবীর সবচেয়ে রোমান্টিক শহরটির নাম তাই প্যারিস৷ প্যারিসের মতো গোছানো শহর খুব কমই রয়েছে৷ পর্যটকদের প্রিয় এই শহরটি নতুন প্রেমিক-প্রেমিকা ও নবদম্পতিদের সময় কাটানোর জন্য বিখ্যাত৷ পরিচ্ছন্ন ও স্বচ্ছ বাতাসে ঘুরে বেড়ানো মানুষের মনে মুহূর্তেই আনন্দের জোয়ার ওঠে এই শহরে এসে৷
সিডনি, অস্ট্রেলিয়া: সারা বছরই পর্যটকদের আনাগোনায় ভীড় লেগেই আছে সিডিনিতে৷ নজরকাড়া সমুদ্র  সৈকত, অপেরা হাউজ এবং খোলামেলা পরিবেশ পর্যটকদের ভালোবাসাকে আরও রঙিন করে তোলে৷
কিটো, জাপান: যারা সাধারণ শান্ত নিরিবিলি জায়গার খোঁজ করেন তাদের জন্য জাপানের কিটো শহরের বিকল্প আর কিছু নেই৷ একটি অত্যন্ত শান্ত এবং মনোরম শহর৷ এটি একটি ঐতিহাসিক শহরও৷ বসন্তকালে এই শহরে ফোটে চেরি ফুল৷ সে ফুলের সৌরভ এবং সৌর্ন্দেয্য পর্যটকরা মাতাল অনুভূতি লাভ করে এবং একে-অপরের ভালোবাসায় বিলীন হতে চায়৷ মধু চন্দ্রিমায় অনেকেই এই শহরটাকেই বেছে নেন৷ এ ছাড়াও শহর জুড়ে রয়েছে অসংখ্য রোমান্টিক স্থান, যেখানে সময় কাটিয়ে জুটিরা সারা জীবনই তা মনে গেঁথে রাখে৷
ব্রুজেস, বেলজিয়াম: এ শহরে গেলে নৌকায় চড়ে না এমন জুটি খুঁজে পাওয়াই ভার৷ প্রচুর পরিমাণে পর্যটক সমাগম হয় এখানে৷ সমুদ্র সৈকত ছাড়াও এ শহরে রয়েছে অনেক লেক৷ লেকের দু’ধারে রয়েছে সুশৃঙ্খল গাছপালা৷ প্রকৃতি ও শান্ত পরিবেশ এখানে অন্তঃস্থলের ভালোবাসাকে টেনে বের করে আনে৷ প্রিয়জনকে নিয়ে আরেকটু ভালো সময় কাটাতে নির্দিধায় ব্রুজের উদ্দেশ্যে রওনা দেয়া যায়৷ প্রাচীন এই শহরটি ক’দিনেই আপন বানিয়ে ফেলে পর্যটকদের৷
ডুব্রভনিক, ক্রোয়েশিয়া: উনিশ শতকের নানা স্থাপত্যে সমৃদ্ধ এই শহর৷ সমুদ্রের সঙ্গেও এ শহরের দারুণ মিতালি৷ নিমিষেই মিতালি করে ফেলে এ শহরে বেড়াতে যাওয়া পর্যটকদের সঙ্গেও৷ স্থাপত্বের আলাদা বৈশিষ্টপূর্ণতা নতুনত্বের স্বাদ দেয়৷ রোমান্সের জন্য যা কি না অত্যাবশ্যকীয়৷
ফ্লোরেন্স, ইতালি: বহু বছরের পুরনো স্থাপত্ব এবং পৃথিবী বিখ্যাত চিত্রকর্মের জন্য ইতালির ফ্লোরেন্স শহরটি বিখ্যাত৷ ছবির মতোই এ শহরটি সুন্দর এবং মনোমুগ্ধকর৷ শিল্পের প্রতি যদি আপনি একটু মনোযোগী হয়ে থাকেন তবে এ শহরটি আপনাকে ছাড়তেই চাইবে না৷ আর শিল্প সমৃদ্ধ শহর মানেইতো রোমান্সের ছড়াছড়ি৷
ওয়েলিংটন, নিউজিল্যন্ড: নিউজিল্যান্ড দেশটির পুরোটাই সৌন্দর্যের লীলাভূমি৷ তবে ওয়েলিংটন স্থান করে নিয়েছে রোমান্টিক শহরের তালিকায়৷ কারণ এখানে রয়েছে দারুণ সমুদ্র বন্দর৷ এ ছাড়াও সারা শহরটিতে ছড়িয়ে আছে অসংখ্য বোটানিক্যাল গার্ডেন৷ সুন্দর প্রকৃতি এবং প্রাণীবৈচিত্র্য সেখানকার প্রধান বৈশিষ্ট্য৷
লিসবন, পর্তুগাল: লিসবন শহরকে বলা হয় শিল্পী আর লেখকদের তীর্থভূমি৷ এ শহরে জমায়েত হয় পৃথিবীর বিখ্যাত সব লেখক ও অভিনয়শিল্পী৷ প্রাকৃতিকভাবে সৌন্দর্যমন্ডিত এই শহর চোখ জুড়িয়ে দেয় পর্যটকদের৷ এই শহরের চারপাশ দেখলে অনেকেই ভাববেন এ যেন কোনো চিত্রশিল্পীর মনের মাধুরী মিশিয়ে আঁকা কোনো নগরী৷ এত সুন্দর শহর পৃথিবীতে খুব কমই আছে৷ বিশুদ্ধ বাতাস, নাতিশীতোষ্ণ আবহাওয়া আর নিরাপদ শহর এটি৷ এখানকার রাস্তাগুলোতে হাঁটলে নজর কাড়ে রাস্তার দু’ধারে সীমান্ত বিস্তৃত প্রাকৃতিক রূপ লাবণ্য৷ এই শহরের লাবণ্য ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে অনেকেই বলে থাকেন লিসবন গুপ্তরহস্যের শহর৷
ভেনিস, ইতালি: ভেনিসকে বলা হয় ভাসমান শহর৷ কারণ সমুদ্রের জোয়ারের জলে  প্রতিদিনই ডুবে যায় এ শহর৷ তখন মানুষের যানবাহন হয়ে যায় ছোট ছোট নৌকা! ইতালির এই শহরটির মতো নান্দনিক শহর পৃথিবীতে খুব কমই আছে৷ পুরো শহরটির বুকচিরে বয়ে গেছে স্বচ্ছ জলের প্রবাহ৷ পরিষ্কার জলের এই লেকগুলো এতটাই স্বচ্ছ যেন গা- ঘেঁষে মাথা উঁচু করে থাকা দালানগুলোর প্রতিবিম্ব আর আকাশে ছুটে চলা মেঘ যেন নেমে এসেছে জলে৷ এই শহরে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে বিশেষ ধরনের নৌকা৷ এসব নৌকায় করে আপনি চলতে পারবেন এক স্থান থেকে অন্য স্থানে৷ এই শহরে নেই কোলাহল, নেই যান্ত্রিক ব্যস্ততা৷ শুধু প্রশান্তি যেন বিছিয়ে আছে পুরো শহরটিতে৷ পর্যটকদের দারুণ পছন্দের এই শহরটি পদচারণায় মুখর থাকে বছরের বেশির ভাগ সময়৷ ক্যানেলগুলোর পাশে দাঁড়িয়ে থাকা দালানগুলোর নান্দনিক কারুকার্জ এই শহরটিকে করেছে আরও মনোমুগ্ধকর৷ এই শহরের সৌন্দর্যের রহস্য ভেদ করতে বেড়িয়ে দেখতে হবে নিজেকেই! প্রেমময় এমন শহর যেন দ্বিতীয়টি আর নেই৷
লন্ডন, ইংল্যান্ড: ইংল্যান্ডের মুকুট বলা হয় লন্ডন শহরটিকে৷ এই শহরটিও বেশ গোছানো ও পরিকল্পনামাফিক গড়ে ওঠার কারণে এই শহরের পরিবেশ পৃথিবীর রোমান্টিক সিটি হিসেবে গণ্য করেছে৷ পৃথিবীর বসবাসযোগ্য, সুস্থ নগরী হিসেবে লন্ডনের তুলনা লন্ডনই হতে পারে৷ সুপ্রশস্ত রাস্তা, সুন্দর বসবাসের বাড়ি, আইনশৃঙ্খলার নির্ভরযোগ্য পরিবেশ- সবমিলিয়ে লন্ডন হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে সুন্দর মেট্টোপলিটন সিটি৷ নাগরিক কোলাহল থাকলেও এ শহরকে নিরাপদ ও স্বস্তিদায়ক মনে করেন প্রেমপিয়াসীরা৷ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই শহরে এসে ভিড় করেন সুস্থ ও স্বাচ্ছন্দ্যে সময় কাটানোর জন্য৷ সবুজে ঢাকা নগরী লন্ডনে রয়েছে আধুনিকতার সর্বোচ্চ ছোঁয়া৷ এখানকার নাইটক্লাবগুলো জমে ওঠে রাতের বেলা৷ রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় বিভিন্ন সংস্কৃতির সুস্বাদু ও বিখ্যাত খাবার৷ রাতের বেলা ঘুমানোর জন্য রয়েছে আরামদায়ক আবাসন৷ আপনার প্রিয় মানুষেদের নিয়ে ঘুরে আসতে পারেন এসব শহর থেকে৷