• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দুবাই পর্যটন

করােনা আবহ ফলে পর্যটন শিল্প দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষত করােনা সংক্রমণ এড়ানাের জন্য দূরত্ব বজায় রাখার ব্যাপারটি মাথায় রাখা অত্যন্ত জরুরি

দুবাই (ছবি: IANS)

করােনা আবহে লকডাউনের ফলে পর্যটন শিল্প দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষত করােনা সংক্রমণ এড়ানাের জন্য দূরত্ব বজায় রাখার ব্যাপারটি মাথায় রাখা অত্যন্ত জরুরি। এতে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণই দুরূহ হয়ে পড়েছে যাত্রী ও পরিবহণ কর্মী উভয়ের ক্ষেত্রেই। ফলে ২০২০ সালটাই চলে গেল ভ্রমণবিনা। ঘরে বসেই অধিকাংশ সময় কাটাতে হয়েছে মানুষকে।

আধুনিক প্রযুক্তির ফলে ঘরে বসেই কাজ করেছেন মানুষ। কিন্তু দুবাই ভ্রমণের জন্য সে দেশের পর্যটন বিভাগ নানা আকর্ষণীয় প্যাকেজের ব্যবস্থা করেছে। প্রথমত দুবাই যাওয়ার জন্য বিমানের ভাড়ায় ছাড় এবং দুবাইতে যে সকল দর্শনীয় স্থান আছে সেগুলির ভ্রমণের জন্য যাবতীয় পর্যটক সহায়ক ও সুলভ ব্যবস্থা করা হয়েছে। এমন পাঁচটি আকর্ষণীয় শর্ত রেখেছে দুবাই পর্যটন বিভাগ।

Advertisement

Advertisement

Advertisement