‘আপনারা যদি কোভিড বিধি মেনে চলেন, তাহলে আর লকডাউন হবে না।’ রবিবার দিল্লিবাসীর উদ্দেশে একথা বললেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার কথায়, ‘শহরের মানুষকে অবশ্যই মাস্ক পরতে হবে।
সামাজিক দূরত্বও বজায় রাখতে হবে।’ মুখ্যমন্ত্রী জানান, তাঁর সরকার এখনই লকডাউন করতে চায় না। কড়াকড়িও যথাসম্ভব কম করতে চায়। সোমবার দিল্লি বিপর্যয় মোকাবিলা এজেন্সির বৈঠক বসবে।
Advertisement
তখন রাজধানীর কোভিড পরিস্থিতি খতিয়ে দেখা হবে। একই সঙ্গে কেজরিওয়াল দিল্লিবাসীর উদ্দেশে আহ্বান জানান, সকলে যেন দ্রুত ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়ে নেন।
Advertisement
রবিবার সকালে জানা যায়, দিল্লিত গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৮১ জন।
Advertisement



