• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পাকিস্তানে অপহৃত আফগান রাষ্ট্রদূতের মেয়ে, ভর্তি হাসপাতালে 

পাকিস্তানে অপহৃত আফগান রাষ্ট্রদূতের মেয়ে। মুক্তি দেওয়ার আগে তার ওপর অত্যাচার করার অভিযােগ।

পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত নাজিবুল্লাহ আলিখিন। (Photo: IANS)

পাকিস্তানে অপহৃত আফগান রাষ্ট্রদূতের মেয়ে। মুক্তি দেওয়ার আগে তার ওপর অত্যাচার করার অভিযােগ। এই ঘটনায় পাকিস্তান-আফগানিস্তানের সম্পর্কে টানাপােড়েন তৈরি হয়েছে। 

পাকিস্তান প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত নাজিবুল্লাহ আলিখিন। গত ১৬ মে তাঁর মেয়ে সিলসিলা আলিখিলকে অপহরণ করা হয় বলে অভিযােগ। 

Advertisement

একটি সূত্রের খবর, অপহরণকারীদের হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই ঘটনার তীব্র নিন্দা করেছে আফগান প্রশাসন। 

Advertisement

আফগানিস্তানের তরফে জারি করা সরকারি বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। এ নিয়ে আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে জানানাে হয়েছে, আফগান রাষ্ট্রদূত এবং দূতাবাসের সম্পূর্ণ নিরাপত্তার দ্রুত ব্যবস্থা করুক পাকিস্তান। 

আন্তর্জাতিক আইন বলে আফগান রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মচারীরা বিশেষ রক্ষাকবচ পায়। আর সেই রক্ষাকবচ ভাঙার অর্থ সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘােষণা করার। তাই দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আফগান বিদেশমন্ত্রক।

Advertisement