• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

বাংলাদেশে করােনায় আক্রান্ত ৭৮ দিনের মধ্যে সর্বোচ্চ

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করােনাভাইরাস শনাক্ত হয়েছে দুই হাজার ৩৬৪ জনের। গত ৭৮ দিনের মধ্যে আজ সর্বোচ্চ শনাক্ত হলাে।

প্রতিকি ছবি (File Photo: AFP)

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করােনাভাইরাস শনাক্ত হয়েছে দুই হাজার ৩৬৪ জনের। গত ৭৮ দিনের মধ্যে আজ সর্বোচ্চ শনাক্ত হলাে। গত ২ সেপ্টেম্বর দুই হাজার ৫৮২ জন শনাক্ত হয়েছিল।

বাংলাদেশে এখন পর্যন্ত চার লাখ ৪১ হাজার ১৫৯ জন করােনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩০ জন , এ পর্যন্ত ছয় হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের করােনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

Advertisement

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় এক হাজার ৯৩৪ জন এবং এখন পর্যন্ত তিন লাখ ৫৬ হাজার ৭২২ জন সুস্থ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৮২৩ টি, পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫৩১ টি। এখন পর্যন্ত ২৬ লাখ ৮ হাজার ৯৫২ টি নমুনা করা হয়েছে।

Advertisement

শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৩ দশমিক ৪৮ এবং এখন পর্যন্ত ১৬ দশমিক ৯২ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিচেনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৮০ দশমিক ৮৬ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৩ শতাংশ।

Advertisement