মার্কিন ছাত্র রাজনীতিতে কমিউনিস্টের জয়। নয়া ইতিহাস গড়লেন কমিউনিস্ট তরুণী হান্না শ্বেতস। ইজরায়েল বিরোধী আন্দোলনের অন্যতম মুখ হান্না শ্বেতস ইথাকা কমন কাউন্সিলের সদস্য হিসেবে জয় লাভ করেছেন। তিনি পরাজিত করেছেন নির্দল প্রতিদ্বন্দ্বীকে। হান্নার জয়ে উচ্ছ্বসিত আমেরিকার কমিউনিস্টরা।
করনেল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাত্র বছর কুড়ির তরুণী হান্না শ্বেতস। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই পা রেখেই রাজনীতিতে হাতেখড়ি তাঁর। ইথাকা কমন কাউন্সিলের অনেকটাই এই করনেল বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। তাঁর কাছে পরাজিত প্রতিদ্বন্দ্বী জিপি জুরেন্ডা এক সময় বামপন্থায় আস্থা রাখলেও পরবর্তীতে সে পথ থেকে সরে এসেছেন। তিনি নির্দল প্রার্থী হিসেবে কমন কাউন্সিলের ভোটে লড়াই করেছিলেন। তিনি হেরে গিয়েছেন কমিউনিস্ট হান্নার কাছে।
Advertisement
ভোটপ্রচারে মামদানির মতোই হান্না তুলে ধরেছিলেন ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি। এছাড়া গৃহহীনদের অকারণে উৎখাত না করার জন্য নির্দিষ্ট আইন প্রণয়নের দাবিতেও সোচ্চার হয়েছেন এই তরুণী। এর পাশাপাশি ইজরায়েল-প্যালেস্টাইনের সাম্প্রতিক যুদ্ধে ইজরায়েল বিরোধী একাধিক প্রতিবাদ মিছিলে হেঁটেছেন হান্না।
Advertisement
Advertisement



